৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে একাদশীতে ভারতে আসছে রেডমি ৮

বিজয়ার পরেরদিন ভারতের বাজারে আসছে শাওমির নতুন ফোন রেডমি ৮।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ ১৪:৪৫
Share:

ভারতের বাজারে আসছে শাওমির নতুন ফোন রেডমি ৮। ছবি- এএফপি

কম দাম ও অনেক সুবিধে— এই মন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলে শাওমি। বিজয়ার পরেরদিন ভারতের বাজারে আসছে শাওমির নতুন ফোন রেডমি ৮।

Advertisement

শাওমির ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু জৈন বলেন, “এই ফোনের ব্যাটারি ৫০০০ এমএএইচ হবে যাতে গেম খেলার আরও সুবিধা মেলে এবং দীর্ঘ সময় ধরে ফোনে চার্জ দিতে না হয়। এই ফোনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৬.২১ ইঞ্চির ওয়াটারড্রপ ডিসপ্লে। লাল, কালো, নীল, সবুজ এই চারটি রঙে ফোনগুলি পাওয়া যাবে। এ ছাড়াও ফোনে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সুবিধে পাওয়া যাবে।

এত কিছু সুবিধে থাকা সত্ত্বেও এই ফোনের দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। ১০ হাজার টাকার নীচেই এই স্মার্টফোন ভারতের বাজারে পাওয়া যাবে বলা জানিয়েছে সংস্থা।

Advertisement

আরও পড়ুন: স্যামসাং নিয়ে এল তিনটি রিয়ার ক্যামেরাযুক্ত গ্যালাক্সি এ২০ ফোন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement