ভাঁড়ার ভাগ ঠিক করতে চাই আরও দু’টি বৈঠক

গত ৬ জানুয়ারি ছয় সদস্যের ওই কমিটির প্রথম বৈঠক হওয়ার পরে ৯০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। জালান জানান, ‘‘নীতি তৈরির প্রক্রিয়া চলছে। চূড়ান্ত করতে আরও দু’টি বৈঠকের প্রয়োজন হবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০১:২৯
Share:

রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ার কেন্দ্রের সঙ্গে ভাগ করে নেওয়ার ব্যাপারে নীতি চূড়ান্ত করার প্রক্রিয়া শেষের পথে। এর জন্য আর দু’টি বৈঠকের প্রয়োজন হবে বলে মঙ্গলবার জানিয়েছেন এ ব্যাপারে গঠিত কমিটির চেয়ারম্যান ও রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালান।

Advertisement

গত ৬ জানুয়ারি ছয় সদস্যের ওই কমিটির প্রথম বৈঠক হওয়ার পরে ৯০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। জালান জানান, ‘‘নীতি তৈরির প্রক্রিয়া চলছে। চূড়ান্ত করতে আরও দু’টি বৈঠকের প্রয়োজন হবে।’’

সমস্ত খরচ বাদ দিয়ে শীর্ষ ব্যাঙ্কের ভাঁড়ারে যে টাকা থাকে তারই ভাগ চায় কেন্দ্র। আদৌ ভাগ দেওয়া হবে কি না, দিলে সেই অঙ্ক কত হবে— এই সব কিছু নিয়ে শীর্ষ ব্যাঙ্ক ও কেন্দ্রের মধ্যে সংঘাত চূড়ান্ত পর্যায় পৌঁছয় আগের গভর্নর উর্জিত পটেলের আমলে। অনেকের মতে, পটেলের গভর্নর পদ ছাড়ার অন্যতম কারণও ছিল এই মতানৈক্য। তখন শীর্ষ ব্যাঙ্কের ভাড়ারে ছিল ৯.৬ লক্ষ কোটি টাকা।

Advertisement

তার পরই শীর্ষ ব্যাঙ্কের ভাঁড়ার ভাগাভাগি নিয়ে নির্দিষ্ট নীতি তৈরির জন্য জালানের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন করে রিজার্ভ ব্যাঙ্কের পরিচালন পর্ষদ। কমিটির দায়িত্ব, ওই ভাগের ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশের নিয়ম খতিয়ে দেখে ভারতের জন্য একটি চূড়ান্ত নীতি সুপারিশ করা।

কমিটির ভাইস চেয়ারম্যান রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর রাকেশ মোহন। বাকি সদস্যেরা হলেন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ, রিজার্ভ ব্যাঙ্ক ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথন, শীর্ষ ব্যাঙ্কের কেন্দ্রীয় পর্ষদের সদস্য ভরত দোশী ও সুধির মাঁকড়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement