প্রতীকী ছবি
নগদের সমস্যার কারণে গত শুক্রবার ফ্র্যাঙ্কলিন টেম্পলটন তাদের ছ’টি ডেট (ঋণপত্র নির্ভর) ফান্ড বন্ধ করায় আতঙ্ক ছড়িয়েছিল লগ্নিকারীদের মনে। দ্রুত পদক্ষেপ না-করলে, দেশের মিউচুয়াল ফান্ড শিল্প ও আর্থিক পরিষেবা ক্ষেত্রের উপরে আস্থা কমবে বলে তোপ দেগেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। শেষ পর্যন্ত সোমবার সকালেই ফান্ড সংস্থাগুলিতে নগদের সমস্যা মেটাতে ৫০,০০০ কোটি টাকার প্রকল্প চালু করার কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক।
আরবিআই জানিয়েছে, এই প্রকল্পে ব্যাঙ্কগুলি ৯০ দিনের জন্য রেপো রেটে (৪.৪%) ঋণ পাবে। সেই টাকা তারা হয় ফান্ড সংস্থাগুলিকে ধার হিসেবে দিতে পারবে, কিংবা চাইলে ওই সব সংস্থার হাতে থাকা বন্ড, জমার সার্টিফিকেট ইত্যাদি কিনে নিতে পারবে। বর্তমানে বাজারে ফান্ড সংস্থার পক্ষে যা বেচা কঠিন। তবে যে সব ফান্ড নগদের সমস্যায় ভুগছে, তারাই এই সুবিধা পাবে। এই খাতে ব্যাঙ্কের লগ্নিকে ঝুঁকিপূর্ণ লগ্নি হিসেবে ধরা হবে না বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
শেয়ার বাজার সংক্রান্ত গবেষণা সংস্থা ভ্যালু রিসার্চের চিফ এগ্জ়িকিউটিভ ডিরেক্টর ধীরেন্দ্র কুমার বলেন, “এই পদক্ষেপ লগ্নিকারীদের সাহস জোগাবে।’’ একই সুর ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যামফির চেয়ারম্যান নীলেশ শাহের কথায়। সেই সঙ্গে তাঁর দাবি, মাত্র চারটি ফান্ড সংস্থা ৪৪২৭.৬৮ কোটি টাকা ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের থেকে ঋণ নিয়েছে। বাকি ৪০টির বাজারে একফোঁটাও ঋণ নেই। অর্থাৎ, সামগ্রিক ভাবে ফান্ড শিল্পের অধিকাংশ সংস্থার আর্থিক অবস্থাই ভাল।
এ দিনের সিদ্ধান্তকে স্বাগত জানান চিদম্বরমও। বলেন, “ফান্ডের আর্থিক সমস্যা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম। শীর্ষ ব্যাঙ্ক তাতে সাড়া দেওয়ায় আমি খুশি।’’ স্বস্তি পেয়েছে শেয়ার বাজারও। ৪১৫.৮৬ উঠে সেনসেক্স ৩১,৭৪৩ হয়েছে। শুধু ফান্ড ও আর্থিক পরিষেবা সংস্থাগুলির দরই বেড়েছে ১২%।
আরও পড়ুন: উদ্বেগ আরও বাড়াল টেম্পলটনের পদক্ষেপ