পিএমসির আর্থিক কেলেঙ্কারি নিয়ে প্রশ্নের মুখে শীর্ষ ব্যাঙ্কও

পিএমসি ব্যাঙ্কের প্রাক্তন ডিরেক্টর সুরজিৎ সিংহ অরোরাকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এক আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ০৪:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাঙ্কে (পিএমসি) আর্থিক কেলেঙ্কারির জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক এবং অডিট সংস্থাও দায়ী বলে বৃহস্পতিবার অভিযোগ তুললেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। আর এ দিনই মুম্বই পুলিশ কমিশনার জানালেন, কেন এবং কী ভাবে এই অনিয়ম রিজার্ভ ব্যাঙ্কের ফরেন্সিক অডিট রিপোর্টেও ধরা পড়ল না, তার তদন্ত হবে। যার অর্থ, এ বার পিএমসি ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাশাপাশি এই ঘটনায় রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকাও খতিয়ে দেখা হবে। খোঁজা হবে, তা কী ভাবে শীর্ষ ব্যাঙ্কের অডিটরদের চোখ এড়াল। এ দিন কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আর্জি, পিএমসি ব্যাঙ্কের ১৬ লক্ষ গ্রাহকের স্বার্থে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হোক।

Advertisement

এ দিকে পিএমসি ব্যাঙ্কের প্রাক্তন ডিরেক্টর সুরজিৎ সিংহ অরোরাকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এক আদালত। ৪,৩৫৫ কোটি টাকার ওই আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে গত বুধবার তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযোগ, অরোরা তাঁর পদের অপব্যবহার করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement