সমবায় ব্যাঙ্কের ঋণে রাশ

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৮
Share:

ফাইল চিত্র।

পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র (পিএমসি) কো-অপারেটিভ ব্যাঙ্কে প্রতারণা কাণ্ডের মধ্যেই শহুরে সমবায় ব্যাঙ্কের (আর্বান কোঅপারেটিভ ব্যাঙ্ক) ঋণ দেওয়ার পরিমাণ ছাঁটাইয়ের প্রস্তাব দিল রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের সুপারিশ, এক জন ঋণ গ্রহীতাকে ব্যাঙ্কের মূলধনের ১০ শতাংশের বেশি ধার দিতে পারবে না ওই ব্যাঙ্কগুলি। গোষ্ঠীবদ্ধ ঋণের ক্ষেত্রে ওই ঊর্ধ্বসীমা ২৫%। আগে যা ছিল যথাক্রমে ১৫% ও ৪০%। এ ক্ষেত্রে ব্যাঙ্কের শেয়ার ও বন্ড ছেড়ে সংগ্রহ করা মূলধনের (টিয়ার-১) ভিত্তিতেই ঋণের অঙ্ক ঠিক হবে। ২০ জানুয়ারি পর্যন্ত প্রস্তাবে মত জানানো যাবে।

Advertisement

সম্প্রতি পিএমসি ব্যাঙ্ক কাণ্ডে জানা যায় যে, সেখানে শুধুমাত্র গৃহঋণ সংস্থা এইচডিআইএল গোষ্ঠীকে ৬২২৬.০১ কোটি টাকা ঋণ দেওয়া হয়। যা মোট ঋণের সিংহভাগ। পরে তা অনুৎপাদক সম্পদে পরিণত হয়। প্রস্তাবে শীর্ষ ব্যাঙ্ক বলেছে, অল্প কিছু ঋণগ্রহীতাকে বেশি ঋণ দেওয়ার ঝুঁকি হল, তা অনুৎপাদক সম্পদে পরিণত হলে ব্যাঙ্কে মূলধনের সমস্যা তৈরি হয়। বিপন্ন হতে পারে ব্যাঙ্কের অস্তিত্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement