ফাইল চিত্র।
রিজার্ভ ব্যাঙ্কের কলকাতা শাখার গুরুত্ব কমানোর অভিযোগ নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক সমীর ঘোষের দাবি, এর বিরোধিতা করে কেন্দ্রকে চিঠি দেবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইউনিয়নের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে কলকাতা দফতর। বিভিন্ন কাজ অন্য রাজ্যে সরানো হচ্ছে। অন্য রাজ্যের থেকে কর্মী নিয়োগ হচ্ছে কম। সমীরবাবুর দাবি, ‘‘কী ভাবে কলকাতা শাখার গুরুত্ব কমানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে বিশদে বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, এ ব্যাপারে আরবিআই কর্তৃপক্ষের মনোভাবের পরিবর্তন ও কর্মী নিয়োগে কলকাতা দফতরকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও আরবিআই গভর্নরকে
চিঠি দেবেন।’’