মনমোহন সিংহ ও পি চিদম্বরম
রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডের বৈঠকে কেন্দ্র ও শীর্ষ ব্যাঙ্কের মতানৈক্য মেটাতে প্রাথমিক কথাটুকু হয়েছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে মোদী সরকারকে ফের আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁদের অভিযোগ, এতে আখেরে ক্ষতি অর্থনীতিরই।
মনমোহনের অভিযোগ, মোদী সরকার দেশের প্রতিষ্ঠানগুলির গুরুত্ব খর্ব করার চেষ্টা করছে। যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাঁর আক্ষেপ, ‘‘রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থ মন্ত্রকের সম্পর্ক তলানিতে ঠেকেছে।’’ তবে অবশেষে মিটমাটের উদ্যোগ শুরুতে তিনি খুশি।
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের দাবি, ইউপিএ আমলে কেন্দ্র ও শীর্ষ ব্যাঙ্ক হাত মিলিয়ে কাজ করত। তাতে অনেকে অবশ্য মনে করাচ্ছেন, তিনি অর্থমন্ত্রী থাকাকালীন শীর্ষ ব্যাঙ্কের উপর চাপ তৈরির কথা বলেছিলেন প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও।