Inflation

Inflation: নিচু ভিতে পা রেখে শিল্পবৃদ্ধি ১৩.৬%, কমল মূল্যবৃদ্ধির হার

বৃহস্পতিবার কেন্দ্রের পরিসংখ্যান জানাল, অবশেষে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের নীচে নেমেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ০৬:৪৬
Share:

প্রতীকী ছবি।

আমজনতার অভিযোগ, বাজারে গেলে হাত পুড়ছে বিভিন্ন পণ্যের দামে। তবে বৃহস্পতিবার কেন্দ্রের পরিসংখ্যান জানাল, অবশেষে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের নীচে নেমেছে। জুলাইয়ে তা ৫.৫৯%। কারণ মূলত আনাজ-সহ খাদ্যপণ্যের দাম কমে যাওয়া। শিল্পে উৎপাদনও জুনে ১৩.৬% বেড়েছে। যদিও এত উঁচু হার যে গত বছর জুনে তলিয়ে যাওয়া উৎপাদনের নিরিখেই, সেটা স্পষ্ট।

Advertisement

এ নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞেরাও। বলছেন, এটা হওয়ারই ছিল। শিল্পবৃদ্ধির এই হারকে বাস্তবের ছবি ধরলে ভুল হবে। অতিমারির আগের তুলনায় শিল্পোৎপাদন এখনও অনেক কম। নিচু ভিতে ভর করেই এ বার কল-কারখানা, খনন, বিদ্যুৎ, মূলধনী পণ্য, দীর্ঘমেয়াদি ভোগ্যপণ্যের উৎপাদন বেড়েছে বিপুল।

মূল্যবৃদ্ধির হার অবশ্য প্রত্যাশার থেকেও কমেছে বলে মত তাঁদের। সরকারি মহল বলছে, জোগান খুলতে থাকায় তার আরবিআইয়ের বেঁধে দেওয়া ৬% সহনসীমার (৪%+২/-২) নীচে নেমে আসা স্বস্তির। মূল কারণ, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমে (৩.৯৬%) আসা। তবে মাছ, মাংস, ডিম, দুধ এখনও চড়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement