বেশ কিছু দিন ধরেই একের পর এক সম্ভাবনাময় কিংবা নতুন সংস্থায় (স্টার্ট-আপ) সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তহবিল ঢালছেন রতন টাটা। এ বার সেই তালিকায় যুক্ত হল শিল্প সংস্থাকে নানা ধরনের পণ্য সরবরাহের স্টার্ট-আপ মোগলিক্সের নাম। এ নিয়ে চলতি বছরেই পাঁচটিরও বেশি সংস্থায় টাকা ঢাললেন টাটা। তবে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমেরিটাসের লগ্নির অঙ্ক নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই।
উল্লেখ্য, ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে অবসর নেওয়ার পর গত কয়েক বছরে ওলা, স্ন্যাপডিল, পে-টিএম, কার-দেখো, আর্বান ল্যাডারের মতো মূলত ইন্টারনেটে পরিষেবা দেওয়া ২০টির কাছাকাছি স্টার্ট-আপ সংস্থায় বিনিয়োগ করেছেন রতন টাটা। আর শুধুমাত্র ২০১৬-র জানুয়ারি থেকে এখনও পর্যন্ত টাকা ঢেলেছেন ডগস্পট ডট ইন, ট্রাক্সন, ক্যাশ-করো, ফার্স্ট ক্রাই, টিবক্সের মতো সংস্থায়। তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন স্টার্ট-আপে টাটার এই লগ্নিকে যথেষ্ট তাৎপর্যমূলক বলে মনে করছে সংশ্লিষ্ট মহলও।
এ দিকে, ব্যবসা সম্প্রসারণ ও পরিষেবা উন্নয়নের কাজে টাটার লগ্নিকে ব্যবহারের কথা জানিয়েছেন মোগলিক্সের প্রতিষ্ঠাতা রাহুল গর্গ। তাঁর দাবি, ভারতে এখনও উৎপাদন-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নামমাত্র। ফলে সম্ভাবনা থাকলেও ভারত-সহ বিদেশের বাজারে সে ভাবে ব্যবসা ছড়াতে পারেনি তারা। সেই ক্ষেত্রেই ভারত, চিন-সহ এশিয়ার বিভিন্ন দেশে সংস্থাগুলিকে পণ্য সরবরাহের লক্ষ্য স্থির করেছে মোগলিক্স।