সংস্থার গোপন তথ্য ফাঁস করে বেআইনি শেয়ার লেনদেনে শরিক হওয়ার দায়ে মার্কিন মুলুকে দু’বছরের জেল হয়েছে প্রাক্তন গোল্ডম্যান স্যাক্স ডিরেক্টর রজত গুপ্তের। তবে সম্প্রতি এই রায় ফিরে দেখার জন্য ফের নতুন করে আবেদন করেছিলেন তিনি। আমেরিকার জেলা জজ তা খারিজ করে দিয়েছেন।
ওই বিচারক তাঁর রায়ে জানিয়েছেন, কঠোর সত্য এটাই যে, রজতবাবু অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন। ফলে এ নিয়ে আবার আইনের দ্বারস্থ হয়ে কোনও লাভ হবে না। বছর ছেষট্টির রজতবাবুর দাবি ছিল, গোপন তথ্য দিয়ে তিনি যে ব্যক্তিগত ফায়দা তুলেছিলেন, তা প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্যের অভাব রয়েছে। যদিও রজতবাবুর সঙ্গে এ ব্যাপারে সহমত হননি বিচারক।