ডিটিএইচ ব্যবসাও বেচবে আর-কম

বিপুল ধারের বোঝা কমাতে টাওয়ার ব্যবসা বিক্রি কিংবা সংস্থার সিংহভাগ মালিকানা ঋণদাতা সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার কথা বলেছে রিলায়্যান্স-কমিউনিকেশন্স (আর-কম)। এ বার ডিটিএইচ পরিষেবা ব্যবসাও বিক্রি করছে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ০০:৪৭
Share:

মোবাইলে কথা বলার পরিষেবার ঝাঁপ বন্ধ হচ্ছে। বিপুল ধারের বোঝা কমাতে টাওয়ার ব্যবসা বিক্রি কিংবা সংস্থার সিংহভাগ মালিকানা ঋণদাতা সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার কথা বলেছে রিলায়্যান্স-কমিউনিকেশন্স (আর-কম)। এ বার ডিটিএইচ পরিষেবা ব্যবসাও বিক্রি করছে তারা।

Advertisement

সোমবার অনিল অম্বানীর সংস্থা জানিয়েছে, ডিটিএইচ পরিষেবায় তাদের শাখা ‘রিলায়্যান্স বিগ টিভি’-কে কেনার জন্য চুক্তি করেছে ভিকন মিডিয়া অ্যান্ড টেলিভিশন। তারা শুধু আর-কমের ব্যবসাই নয়, অধিগ্রহণ করবে তাদের বিভিন্ন দায়ও। ডিটিএইচ পরিষেবার ১২ লক্ষ গ্রাহককে আশ্বস্ত করে সংস্থা বলেছে, তাঁরা নিরবচ্ছিন্ন পরিষেবা পাবেন। কারণ লাইসেন্স পুনর্নবীকরণ করবে ক্রেতা সংস্থা। রিলায়্যান্স বিগ টিভি-র প্রায় ৫০০ জন কর্মীরও চাকরি যাচ্ছে না।

ঘাড়ের উপর চেপে থাকা প্রায় ৪৫ হাজার কোটি টাকা ভার লাঘব করতে ব্যবসা বিক্রি ও সংস্থা পুনর্গঠনের কথা জানিয়েছিল আর-কম। তারা রাশিয়ার সিস্টেমা শ্যাম টেলি-সার্ভিসেসের ব্যবসা অধিগ্রহণে সফল হলেও এয়ারসেলের সঙ্গে তাদের প্রস্তাবিত গাঁটছড়া ভেঙেছে। বাতিল হয়েছে ব্রুকফিল্ড ইনফ্রাস্ট্রাকচারকে টাওয়ার ব্যবসা বিক্রির পরিকল্পনা।

Advertisement

তবে লাভজনক নয় বলে ২জি প্রযুক্তি নির্ভর মোবাইল ফোনে কথা বলার পরিষেবা বন্ধ করে ‘ডেটা’ পরিষেবার বিপুল সম্ভাবনাময় বাজার ৪জি প্রযুক্তিকেই পাখির চোখ করছে তারা। পাশাপাশি ব্যাঙ্ক ও আর্থিক ঋণদাতা সংস্থাগুলির ধার মেটাতে সিংহভাগ মালিকানা তাদের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছে আর-কম। ধারের বাকি টাকা মেটাতে সংস্থার লক্ষ্য, বিভিন্ন সম্পদ বিক্রিও। এ ভাবে ব্যবসা ও সম্পদ বিক্রি ও সংস্থা পুনর্গঠনের মাধ্যমে ঋণ ঢেলে সাজার পরে তাদের হাতে থাকবে মাত্র ৬ হাজার কোটি টাকার ঋণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement