লার্সেন অ্যান্ড টুব্রো
জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা কমলো ২৭.১৩%। দাঁড়িয়েছে ২,০৬৯.৬৪ কোটি টাকায়। তেলের দাম কমা এবং সংস্থার বিভিন্ন প্রকল্প আটকে থাকার কারণেই মুনাফা কমেছে বলে জানিয়েছে তারা। এতে ইন্ধন জুগিয়েছে প্রকল্পের খরচ বৃদ্ধিও। বিশেষত বিদেশে সংস্থার হাইড্রোকার্বন শিল্পে প্রকল্পগুলি কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সময়ে সংস্থার নিট বিক্রি অবশ্য ৩.৬৯ শতাংশ বেড়ে হয়েছে ২৮ হাজার কোটিরও বেশি। ২০১৪-’১৫ অর্থবর্ষে সংস্থার সামগ্রিক নিট মুনাফা ৪,৯০২ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ৪,৭৬৫ কোটিতে। তবে সামগ্রিক মোট আয় ৮% বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে ৯২,৭৬২ কোটিতে।
হিন্দুস্তান পেট্রোলিয়াম
৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটির নিট মুনাফা ৫৮% বেড়ে হয়েছে ২,১৬২ কোটি টাকা। এই সময়ে সংস্থা প্রতি ব্যারেল অশোধিত তেলকে জ্বালানিতে পরিণত করে ৭.৪৭ ডলার আয় করেছে। যা গত বছরের ৪.৬৬ ডলারের তুলনায় অনেকটাই বেশি। সেই কারণেই মুনাফা বেড়েছে বলে জানিয়েছে সংস্থা। গত ২০১৪-’১৫ অর্থবর্ষেও সংস্থার মুনাফা দাঁড়িয়েছে ২,৭৩৩ কোটিতে। সংস্থা তৈরি হওয়ার পর গত ৪০ বছরে এত বেশি মুনাফা করেনি হিন্দুস্তান পেট্রোলিয়াম।
ক্রম্পটন গ্রিভস
গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ১৯৮.৫ কোটি টাকার লোকসান ঘোষণা করল ক্রম্পটন গ্রিভস। তার আগের বছর একই সময়ে সংস্থার মুনাফা হয়েছিল প্রায় ৬৪ কোটি টাকা। তাদের মোট আয়ও কমে দাঁড়িয়েছে প্রায় ৩,৮২৭ কোটিতে। গত অর্থবর্ষে সামগ্রিক ভাবে সংস্থার নিট মুনাফা ২৪৪.৩৩ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ২০৯.৩৫ কোটি টাকায়। সামগ্রিক মোট আয় অবশ্য বেড়ে হয়েছে ১৪ হাজার কোটির বেশি।