Reserve Bank

অবহেলার প্রতিবাদে আন্দোলন

ইউনিয়নের সাধারণ সম্পাদক সমীর ঘোষ জানান, ‘‘শুধু আমরাই নয়, ব্যাঙ্ক শিল্পের বিভিন্ন ইউনিয়ন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বিক্ষোভ-আন্দোলনে শামিল হবেন। আরবিআই কর্তৃপক্ষ নিজের অবস্থান না-বদলালে আরও বড় মাপের কর্মসূচি গ্রহণ করা হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ০৩:৪৯
Share:

—ফাইল চিত্র

রিজার্ভ ব্যাঙ্কের কলকাতা দফতরের প্রতি কর্তৃপক্ষের ‘অবহেলার’ অভিযোগে আন্দোলনে নামলেন কর্মীরা। এই দফতরের গুরুত্ব ছাঁটার চেষ্টা হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এখান থেকে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাজ অন্য রাজ্যে সরিয়ে নেওয়া এবং প্রয়োজন থাকলেও গুটিকয়েক ক্লার্ক নিয়োগের প্রেক্ষিতে কাল, বুধবার থেকে ব্যাঙ্কের কলকাতা দফতরের গেটে বিক্ষোভ সমাবেশ এবং দফতরের ভিতরে শীর্ষ কর্তার ঘরের সমানে ধর্না দেবেন কর্মীরা।

Advertisement

ইউনিয়নের সাধারণ সম্পাদক সমীর ঘোষ জানান, ‘‘শুধু আমরাই নয়, ব্যাঙ্ক শিল্পের বিভিন্ন ইউনিয়ন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বিক্ষোভ-আন্দোলনে শামিল হবেন। আরবিআই কর্তৃপক্ষ নিজের অবস্থান না-বদলালে আরও বড় মাপের কর্মসূচি গ্রহণ করা হবে।’’

এ বছর কলকাতা দফতরে অবসর ও পদোন্নতির ফলে ৫০টি ক্লার্কের পদ খালি হবে। অথচ নিয়োগ হবে ১০ জন। সমীরবাবুর দাবি, এর থেকেই স্পষ্ট, আরও কাজ সরিয়ে নিয়ে এই দফতরের গুরুত্ব খাটো করাই কর্তৃপক্ষের উদ্দেশ্য। সমীরবাবুদের তোপ, ‘‘সারা দেশে মোট ৯২৬ জন নতুন ক্লার্ক নিয়োগ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কে। অথচ কাজের পরিমাণ এবং কর্মী সংখ্যার নিরিখে দেশে তাদের ১৮টি দফতরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কলকাতায় যোগ দিচ্ছেন মাত্র ১০ জন। যেখানে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা যথাক্রমে চেন্নাই এবং দিল্লি পাচ্ছে ৬৭ এবং ৩৪ জন নতুন ক্লার্ক। আমাদের আশঙ্কা, এ বছরই কলকাতা রিজার্ভ ব্যাঙ্কের দ্বিতীয় বৃহত্তম দফতরের তকমা হারবে।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement