ফাইল চিত্র।
বেসরকারি ব্যাঙ্কের পুঁজির ভিত শক্তিশালী করতে একগুচ্ছ সুপারিশ করেছিল রিজ়ার্ভ ব্যাঙ্কের সংশ্লিষ্ট কমিটি। যা নিয়ে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়েছিল। শুক্রবার শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, মোট ৩৩টি সুপারিশের মধ্যে ২১টিতে সম্মতি দেওয়া হয়েছে। বাড়ানো হতে চলেছে ন্যূনতম প্রাথমিক পুঁজি। ভাবনাচিন্তা চলছে বাকিগুলি নিয়ে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই পরিবর্তন কার্যকর হলে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ও ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সুবিধা হবে। তারা প্রোমোটারের অংশীদারি কমানোর ব্যাপারে বাড়তি সময় চেয়েছিল।
ব্যাঙ্কের মালিকানা ও কর্পোরেট কাঠামো সংক্রান্ত কমিটির বক্তব্য, ব্যাঙ্ক চালু হওয়ার পর প্রথম পাঁচ বছরে প্রোমোটারকে যে কোনও অঙ্কের অংশীদারি (পেড-আপ ভোটিং ইকুইটি শেয়ার) হাতে রাখার স্বাধীনতা দেওয়া হোক। ১৫ বছরের মধ্যে তা কমিয়ে আনা হোক ২৬ শতাংশে। উল্লেখ্য, এখনকার নিয়ম অনুযায়ী বেসরকারি ব্যাঙ্কে প্রথম পাঁচ বছর প্রোমোটারের ন্যূনতম অংশীদারি অন্তত ৪০% থাকা বাধ্যতামূলক। ১০ বছরের মধ্যে তা ২০ শতাংশে নামিয়ে আনতে হয়। ১৫ বছরের মধ্যে ১৫ শতাংশে। রিপোর্টে কমিটি বলেছে, ইতিমধ্যেই যারা চলতি নিয়ম মেনে প্রোমোটারের অংশীদারি কমিয়ে এনেছে, তাদের ফের তা বাড়ানোর সুযোগ দেওয়া উচিত। তবে ১৫ বছর পরে ২৬% অংশীদারি আদতে ঊর্ধ্বসীমা। প্রোমোটার চাইলে অংশীদারি আরও কম রাখতে পারে।
কমিটির বক্তব্য, তৈরি হওয়ার পরে ব্যাঙ্ককে শক্ত ভিতের উপরে দাঁড় করাতেই প্রথম কয়েক বছর কেটে যায়। সেই সময়ে পুঁজির জোগান প্রয়োজন। কিন্তু বিভিন্ন লগ্নিকারীর থেকে পুঁজি আনাও সহজ নয়। ফলে প্রথম পাঁচ বছরে প্রোমোটারের অংশীদারির কোনও ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া ঠিক নয়। তাকে প্রয়োজন অনুযায়ী পুঁজি ঢালার সুযোগ দেওয়া উচিত। ঠিক একই কারণে পরের ধাপগুলিতেও অংশীদারির ঊর্ধ্বসীমা রাখা হোক এখনকার তুলনায় বেশি।