উৎপাদন ছাঁটাইয়ের জন্য ওপেক (তেল রফতানিকারী দেশগুলির সংগঠন) ও রাশিয়া-সহ ১১টি ওপেক বহির্ভূত তেল উৎপাদনকারী দেশের মধ্যে চুক্তি হওয়ার জেরে বিশ্ব বাজারে বাড়ল তেলের দর। লন্ডনের ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি বেড়ে হল ৫৬.৯০ ডলার। জোগান কমিয়ে দাম পড়া ঠেকাতেই ২০০১ সালের পরে এই প্রথম যৌথ ভাবে তেল উৎপাদন কমানোর ওই চুক্তি হয়েছে দু’পক্ষের।