—প্রতীকী চিত্র।
বিশ্ব বাজারে জ্বালানির দাম অনেকটা মাথা নামিয়েছে। ফলে দেশেও পণ্যগুলির দামে কিছুটা সুরাহা আশা করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু সেপ্টেম্বরেও তা হল না। গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকল। উল্টে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। হেরফের নেই পেট্রল-ডিজ়েলের দামে।
শনিবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সূত্রে খবর, কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের জন্য গৃহস্থকে আগের মতোই ৮২৯ টাকা গুনতে হবে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৮ টাকা বেড়ে হয়েছে ১৮০২.৫০ টাকা। এই নিয়ে পরপর দু’মাস পণ্যটির দাম বাড়ল। দু’দফা মিলিয়ে মাথা তুলল প্রায় ৪৭ টাকা। তার জেরে আরও চাপে পড়ল হোটেল-রেস্তরাঁ। এপ্রিল, জুন এবং জুলাইয়ে অবশ্য সেটির দাম ১৩৫ টাকা কমেছিল। সেই সুরাহাই এখন নিম্নমুখী।
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, জুলাইয়ে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৩.৫৪ শতাংশে নেমেছে। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের মতো অবশ্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমানো হলে সামগ্রিক ভাবে তার ইতিবাচক প্রভাব সেই মূল্যবৃদ্ধির উপরে আরও কিছুটা পড়ত। সম্ভাবনা বাড়ত রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর। কিন্তু তেল সংস্থাগুলি সেই ঝুঁকিতে গেলই না। কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটার পিছু পেট্রল-ডিজ়েলের দামও আটকে রয়েছে যথাক্রমে ১০৪.৯৫ টাকা এবং ৯১.৭৬ টাকায়। ফলে কোনও খবরই স্বস্তি দিতে পারল না মানুষকে।