ওড়িশাকে জমি ফিরিয়ে নিতে বলল পস্কো

৫২ হাজার কোটি টাকার ইস্পাত প্রকল্পের দিনের আলো দেখার সম্ভাবনা দূর অস্ত্‌। এই পরিপ্রেক্ষিতে ওড়িশা সরকারকে ২৭০০ একর জমি ফিরিয়ে নিতে আর্জি জানাল পস্কো।

Advertisement

সংবাদ সংস্থা

ভুবনেশ্বর শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ০২:৫৬
Share:

৫২ হাজার কোটি টাকার ইস্পাত প্রকল্পের দিনের আলো দেখার সম্ভাবনা দূর অস্ত্‌। এই পরিপ্রেক্ষিতে ওড়িশা সরকারকে ২৭০০ একর জমি ফিরিয়ে নিতে আর্জি জানাল পস্কো।

Advertisement

রাজ্যকে লেখা চিঠিতে পস্কো এই প্রস্তাব দিয়েছে বলে শনিবার জানিয়েছেন ওড়িশার শিল্পমন্ত্রী দেবী প্রসাদ মিশ্র। তিনি বলেন, ‘‘পস্কো-ইন্ডিয়ার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। তাতে সংস্থা তার জিম্মায় থাকা জমি ফেরত দিতে চেয়েছে। ফলে ওই জমি এখন ওড়িশা রাজ্য শিল্পোন্নয়ন নিগমের জমি-ব্যাঙ্কের হাতে চলে যাবে।’’ মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কাছে পস্কোর প্রস্তাব শিল্প দফতরের তরফে পাঠানো হলে তিনি সায় দিয়েছেন। নিগমের চিফ জেনারেল ম্যানেজার (জমি) সুশান্ত কুমার মোহান্তি জানান, ‘‘লিজের শর্ত মেনে পস্কো জমি কাজে লাগাতে পারছে না বলেই তা ফেরত দিতে চেয়েছে।’’ তবে পস্কো-কর্তাদের সঙ্গে এ দিন যোগাযোগ করা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রের ধারণা, বিশ্বের চতুর্থ বৃহত্তম এই ইস্পাত সংস্থা যে খাতায়-কলমে পারাদীপ প্রকল্প বাতিল করতে চলেছে, এটা তারই ইঙ্গিত। পারাদীপের কাছে বছরে ১.২০ কোটি টন উৎপাদন ক্ষমতার কারখানা গড়তে দক্ষিণ কোরিয়ার এই ইস্পাত সংস্থা প্রস্তাব দিয়েছিল ২০০৫ সালে। সে সময়ে এটিই ছিল ভারতে আসা বৃহত্তম বিদেশি লগ্নি-প্রস্তাব। তবে প্রথম থেকেই জমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের বিক্ষোভের জেরে বারবার থমকে যায় প্রকল্প। শেষ পর্যন্ত ২০১৫ সালে কেন্দ্রের সংশোধিত খনন আইনে নিলামের মাধ্যমে নিজস্ব ব্যবহারের খনি লিজ নেওয়া বাধ্যতামূলক হয়। আগে তা বিনামূল্যে দিতে চেয়েছিল রাজ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement