Tech

নিলামে উঠতে চলেছে ডেমোক্রেসি ডট কম

জনপ্রিয় ইন্টারনেট ডোমেন ডেমোক্রেসি ডট কম নিলামে উঠতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ ১৫:৩২
Share:

নিলামে উঠতে চলেছে ডেমোক্রেসি ডট কম।

জনপ্রিয় ইন্টারনেট ডোমেন ডেমোক্রেসি ডট কম নিলামে উঠতে চলেছে। মূলত আর্থিক সমস্যার জন্যই এই স্টার্টআপ বিক্রি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

১৯৯০ সালে প্রথম এই কোম্পানি প্রতিষ্ঠা হয় ইনট্রাঅ্যাক্টিভ সংস্থার হাত ধরে। বর্তমানে এই ডোমেন এর মালিক টেলমেগ কুলে। যিনি একজন ব্যবসায়ী। কোনও একটি বিশেষ ইস্যুতে মানুষকে একত্রিত করার জন্যই তৈরি করা হয়েছিল এই ডোমেন। নিলাম সংস্থা হেরিটেজ এই ডোমেনের বেস প্রাইস রেখেছে ৩ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ১৩ লক্ষ টাকা। এই টাকা থেকেই নিলাম শুরু হবে। ১ নভেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে।

এই নিলামের জন্য ইতিমধ্যেই অনেক সংস্থা নিজেদের নাম নথিভুক্ত করিয়েছে। ১৯৯৮ সালে ইনট্রাঅ্যাক্টিভ সংস্থা জন ক্যারিয়েরির কাছে এই ডোমেন বিক্রি করে দেন। এরপর তা হাতবদল হয়ে কুলের কাছে আসে। কোম্পানির তরফ থেকে কিছু না জানানো হলেও অর্থের সমস্যাই এটি বিক্রি করার অন্যতম কারণ।

Advertisement

আরও পড়ুন: ৭ দিনে ১০ কোটি ডাউনলোড! পাবজিকে টপকে নতুন রেকর্ড কল অব ডিউটির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement