—প্রতীকী চিত্র।
জ্বালানি সম্মেলন ইন্ডিয়া এনার্জি উইক-এর মঞ্চ থেকে ফের ভারতীয় অর্থনীতির উন্নতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি করলেন, দেশে তেলের দাম কমেছে। সকলের ঘরে পৌঁছেছে বিদ্যুৎ। তাঁর জমানায় সংস্কারের রথে চেপে আর্থিক উন্নতির অঙ্গ হিসেবে তেল-গ্যাসের উৎপাদন বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে। এ হেন জ্বালানি-বাজারে লগ্নি করুন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, বিশ্ব বাজারে তেল সস্তা হলেও দেশে দু’বছর ধরে পেট্রলের লিটার ১০০ টাকার উপরে। চড়া ডিজ়েল। রান্নার গ্যাস হাজার টাকার কাছে।
ভারতে জ্বালানির ৮৫% আমদানি হয়। তবে দেশীয় উৎপাদনে জোর দিচ্ছে কেন্দ্র। মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনে এ কথা জানিয়ে মোদী বলেন, ৫-৬ বছরে এখানে প্রাকৃতিক গ্যাসের জোগান বাড়াতে লগ্নি হবে ৬৭০০ কোটি ডলার (প্রায় ৫.৫৬ লক্ষ কোটি টাকা)। লক্ষ্য, উৎপাদন বাড়িয়ে ২০৩০-এর মধ্যে মোট জ্বালানিতে এর ভাগ ১৫% করা। এখন ৬.৩%। তাঁর বক্তব্য, গত এপ্রিল-সেপ্টেম্বরে ৭.৫% আর্থিক বৃদ্ধির সুবাদে বিশ্বে দ্রুততম বৃদ্ধির অর্থনীতি ভারত। এগোচ্ছে ইথানল মিশ্রিত পেট্রল, জৈব গ্যাস, গ্রিন হাইড্রোজেন, সৌর বিদ্যুতের মতো জ্বালানিকে পুঁজি করে। সুযোগ নিন লগ্নিকারীরা। বেদান্ত কর্তা অনিল আগরওয়াল তিন বছরে ৪০০ কোটি ডলার (প্রায় ৩৩,০০০ কোটি টাকা) লগ্নিতে তেল উৎপাদন দ্বিগুণ করার কথা বলেছেন। আরও ২০ বছরের জন্য সস্তায় কাতার থেকে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানির চুক্তি করেছে ভারত।