দেশে ৫ লক্ষেরও বেশি কয়লা খনি কর্মীর প্রভিডেন্ট ফান্ডকে এ বার তাঁদের আধার নম্বরের সঙ্গে যুক্ত করা হচ্ছে। যা পিএফ নম্বর হিসেবে গণ্য হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোল ইন্ডিয়ার সবক’টি শাখার ডিরেক্টর (পার্সোনেল), কয়লা খনি প্রভিডেন্ট ফান্ড সংস্থার (সিএমপিএফও) কমিশনার এবং সিএমপিএফও-র আঞ্চলিক দফতরগুলির প্রধানদের বৈঠকে। প্রস্তাব কার্যকর হবে ২৫ ডিসেম্বর থেকে।