প্রতীকী ছবি।
দিন সাতেক থমকে ছিল তেলের দাম। বাজেট ঘোষণার তিন দিনের মাথায় আজ ফের বিপুল চড়ল। সাধারণ মানুষের কাঁপুনি বাড়িয়ে কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটার পিছু পেট্রল ৩২ পয়সা বেড়ে হল ৮৮.০১ টাকা। ডিজেলের জন্য গুনতে হবে ৩৩ পয়সা বেশি। ওই জ্বালানিটি বিক্রি হচ্ছে ৮০.৪১ টাকা দরে।
তার পরেই সংশ্লিষ্ট সব মহলের প্রশ্ন, তা হলে বাজেটে তেলে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক কমিয়ে তার জায়গায় কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস চাপাল কেন সরকার? উৎপাদন শুল্ক যখন কমানো হলই, তখন পেট্রল-ডিজেলের চড়া দামে নাজেহাল ক্রেতার আর্থিক সুরাহার কথা ভেবে আপাতত সেগুলির দাম কমাতে পারত। বিশেষত সারা দেশ যখন সেই আশাতেই বসেছিল।
তেলের দামের জেরে সাধারণ রোজগেরে ও গরিব মানুষেরা আগামী দিনে আরও ভুগবেন বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। তাদের দাবি, পরিবহণের খরচ বাড়ায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন ট্রাক, বাসের মালিকেরা। ভাড়া বাড়ানোর দাবি উঠছে। বয়ে নিয়ে যাওয়ার খরচ বেশি হওয়ায় ফের খাদ্যপণ্য-সহ বিভিন্ন জিনিসপত্রের দাম কতটা বাড়বে, সেই চিন্তায় প্রমাদ গুনছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
বিশ্ব বাজারে এ দিন অশোধিত তেল ছিল ব্যারেল পিছু প্রায় ৫৮ ডলার। তবে গত মার্চ-এপ্রিলে তা প্রায় ২০-২১ ডলারে ঠেকার পরে পেট্রল-ডিজেলে উৎপাদন শুল্ক বাড়িয়ে কেন্দ্র রাজকোষ না-ভরলে এখন আমজনতা এতটা চাপে পড়ত না বলে তোপ দেগেছেন বিরোধীরা।