Petrol

এক মাস থমকে তেল

বিশ্ব বাজারে অশোধিত তেল এবং জ্বালানি দু’টির দরের পাশাপাশি ডলার-টাকার বিনিময়মূল্যের উপরও নির্ভর করে ভারতে পেট্রল-ডিজেলের দর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ০৫:১৭
Share:

ফাইল চিত্র।

এক মাসেরও বেশি সময় ধরে পেট্রল-ডিজেলের দাম একই জায়গায় দাঁড়িয়ে। তার আগে কয়েক দিন উভয় জ্বালানির দাম অল্প কিছুটা কমেছিল। অশোধিত তেলের দরও প্রায় একই থাকায় এখনই ফের দুই জ্বালানির দাম আদৌ কমার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিলেন ইন্ডিয়ান অয়েলের (আইওসি) চেয়ারম্যান শ্রীকান্ত মাধব বৈদ্য।

Advertisement

বিশ্ব বাজারে অশোধিত তেল এবং জ্বালানি দু’টির দরের পাশাপাশি ডলার-টাকার বিনিময়মূল্যের উপরও নির্ভর করে ভারতে পেট্রল-ডিজেলের দর। কিন্তু গত ২২ সেপ্টেম্বরের থেকে তা এক জায়গাতেই স্থির। তার আগে যে হারে সেগুলির দাম বেড়েছিল, পরে দাম সেই হারে কমেনি বলে অভিযোগ বিরোধীদের।

বৈদ্যের বক্তব্য, অশোধিত তেলের দর গত কয়েক সপ্তাহ ধরে ব্যারেল প্রতি ৩৯-৪২ ডলারের মধ্যে ঘোরাফেরা করছে। তাই দেশে দুই জ্বালানির দামের পরিবর্তনের সম্ভাবনা কম।

Advertisement

এ দিকে, অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে গত বছরের একই সময়ে চেয়ে ১১ গুণ মুনাফা করেছে ইন্ডিয়ান অয়েল। সংস্থা জানিয়েছে তা দাঁড়িয়েছে ৬২২৭.৩১ কোটি টাকা। তবে করোনার জেরে আর্থিক কর্মকাণ্ড ধাক্কা খাওয়ায় এই সময়ে জ্বালানি বিক্রি গত বছরের চেয়ে ১২% কমে দাঁড়িয়েছে ১.৭৭ কোটি টনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement