Gold Price

বাড়তে বাড়তে সোনা প্রায় ৭৯ হাজার! পুজোর মুখে কাজ হারাচ্ছেন গয়নার বহু কারিগর

স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, প্রয়োজন ছাড়া গয়না কিনছেন না কেউ। অনেকে কিনতে এসেও ফিরে যাচ্ছেন। একাংশ বাড়ির সোনা ভাঙাচ্ছেন। তবে সোনায় লগ্নিকারীদের রিটার্ন ফুলেফেঁপে উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ০৬:৪৯
Share:

—প্রতীকী চিত্র।

ইরান-ইজ়রায়েল সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম এশিয়া। আর তার আঁচে নজিরবিহীন ভাবে চড়ছে সোনার দাম। শুক্রবার কলকাতার বাজারে ১০ গ্রাম খুচরো সোনা (২৪ ক্যারাট) এই প্রথম পৌঁছেছে ৭৬,৬০০ টাকায়। জিএসটি ধরে ৭৮,৮৯৮ টাকা। নজির গড়ে হলমার্ক সোনার গয়নাও হয়েছে ৭২,৮০০ টাকা। কর ধরে প্রায় ৭৪,৯৮৪। পুজোর মুখে এর ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে গয়নার বাজার। মাথায় হাত ক্রেতাদের। কাজ হারাচ্ছেন গয়নার বহু কারিগর।

Advertisement

স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, প্রয়োজন ছাড়া গয়না কিনছেন না কেউ। অনেকে কিনতে এসেও ফিরে যাচ্ছেন। একাংশ বাড়ির সোনা ভাঙাচ্ছেন। তবে সোনায় লগ্নিকারীদের রিটার্ন ফুলেফেঁপে উঠেছে। জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে-র দাবি, “ক্রেতারা দাম কমার অপেক্ষায়। আপাতত যার সম্ভাবনা নেই।’’ জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর সব্যসাচী রায় বলেন, ‘‘সাধারণ মানুষের আয় তেমন বাড়ছে না। তাঁরা সোনা কিনবেন কী করে? লগ্নিকারীরা শুধু খুশি। কিন্তু সোনার ব্যবসায় কর্মসংস্থান হয়, লগ্নির ক্ষেত্রে নয়। গয়না বিক্রি কমার বিরূপ প্রভাব পড়বে অর্থনীতিতে।’’ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দারের কথায়, ‘‘গত মাসে ছোট দোকানগুলির বিক্রি প্রায় ৫০% কমেছে। বরাত শূন্যে ঠেকায় বহু কারিগরের কাজ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement