Peerless

লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পিয়ারলেস

আগামী দিনে এগোনোর এটাই চাবিকাঠি, দাবি পিয়ারলেস কর্তৃপক্ষের। বার্তা, লাভের মুখ দেখেছে সব শাখা। লক্ষ্য, দু’বছরে ১০০০ কোটি টাকা আয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ০৪:৪৯
Share:

—প্রতীকী চিত্র।

অলাভজনক ব্যবসা গুটিয়ে নিয়ে লাভজনকে জোর। সেই নীতি অনুসারে সম্প্রসারণের জন্য স্বাস্থ্য পরিষেবা, আবাসন এবং হোটেল ব্যবসাকে বেছে নেওয়া— মূলত এই পরিকল্পনায় ভর করে মুনাফায় ফিরেছে পিয়ারলেস গোষ্ঠী। আগামী দিনে এগোনোর এটাই চাবিকাঠি, দাবি কর্তৃপক্ষের। বার্তা, লাভের মুখ দেখেছে সব শাখা। লক্ষ্য, দু’বছরে ১০০০ কোটি টাকা আয়।

Advertisement

গোষ্ঠীর এমডি জয়ন্ত রায় বলেন, ‘‘৫০০ কোটি টাকায় পিয়ারলেস হাসপাতাল ঢেলে সাজানো হচ্ছে। শয্যা ৫০০ থেকে বেড়ে হবে ৬৭০টি। একটি ক্যানসার ও অঙ্গ প্রতিস্থাপনের ইউনিট হবে। বারাসতে পুরনো হাসপাতাল কিনেছি। তা ১৫০ শয্যার হাসপাতালে পরিণত করা হবে। নতুন আবাসন প্রকল্পে ৫০০ কোটি ঢালব।’’

চেয়ারম্যান পার্থসারথি ভট্টাচার্য জানান, ২০১৪ থেকে আয়, মুনাফা কমছিল। ২০১৯-এর জুলাইয়ে শুরু হয় ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া।২০২২-২৩ সালে গোষ্ঠী মোট ৬৫১ কোটি টাকা আয় করে, লাভ হয় ২১২ কোটি। গত অর্থবর্ষে তা বেড়ে হয়েছে যথাক্রমে ৯৬১ কোটি এবং ২৮৬ কোটি টাকা।

Advertisement

গোষ্ঠীকে ঘুরিয়ে দাঁড় করানোর ভারপ্রাপ্ত এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর সুপ্রিয় সিন্‌হা বলেন, “গত অর্থবর্ষে অতটা আয় বৃদ্ধির অন্যতম কারণ ছিল আবাসন প্রকল্প অভিদীপ্তার সম্পূর্ণ হওয়া। ২০০ কোটি টাকা আয় হয়েছে সেখান থেকে। লাভও বাড়িয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement