Paytm

Paytm: শেয়ার নিয়ে আশাবাদী পেটিএম-কর্তা 

তবে বৃহস্পতিবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বারের বার্ষিক সাধারণ সভায় বক্তৃতা দিতে গিয়ে শেয়ারের ভবিষ্যৎ নিয়ে আশাপ্রকাশ করেছেন পেটিএমের প্রতিষ্ঠাতা তথা সিইও বিজয় শেখর শর্মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ০৮:৪৫
Share:

প্রতীকী ছবি।

নথিভুক্তির দিনই ২৭% পড়ে গিয়েছিল পেটিএমের মূল সংস্থা ওয়ান-৯৭ কমিউনিকেশন্সের শেয়ার দর। পরে তা আরও পড়েছে। সংস্থাটির মূল্যায়ন নিয়ে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারদের ভূমিকা কী ছিল, তা-ও বাজার নিয়ন্ত্রক সেবি খতিয়ে দেখবে বলে খবর। সব মিলিয়ে ওই শেয়ারের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। তবে বৃহস্পতিবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বারের বার্ষিক সাধারণ সভায় বক্তৃতা দিতে গিয়ে শেয়ারের ভবিষ্যৎ নিয়ে আশাপ্রকাশ করেছেন পেটিএমের প্রতিষ্ঠাতা তথা সিইও বিজয় শেখর শর্মা। বলেছেন, ‘‘নথিভুক্তির পরে শেয়ারের দর এতটা পড়ে যাওয়ায় আমি আশাহত ঠিকই। তবে প্রথম দু’একটি ম্যাচ হারলেও সিরিজ় আমরা জিতবই। এই শেয়ারে দীর্ঘ মেয়াদে লগ্নি করতে হবে।’’ এ দিকে, সংসদে পেশ হতে চলা ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত বিলে ঠিক কী থাকবে তা এখনও স্পষ্ট নয় কারও কাছে। এই মুদ্রার লেনদেন নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজয় শেখর জানান, এই ক্ষেত্রটির ভবিষ্যৎ নিয়েও তিনি আশাবাদী। তাঁর কথায়, ‘‘কেন্দ্রের উচিত ক্রিপ্টোকারেন্সির লেনদেন নিয়ে দ্রুত সিদ্ধান্ত চূড়ান্ত করা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement