প্রতীকী ছবি
চারটি রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থার কর্মীদের ১২% বেতন বৃদ্ধির সিদ্ধান্তের বিজ্ঞপ্তি জারি করল অর্থ মন্ত্রক। ২০১৭ সালের অগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে পাঁচ বছরের বকেয়া বর্ধিত বেতন পাবেন কর্মী ও অফিসারেরা। এই বছরের অগস্ট থেকে বেতন কাঠামোর পরবর্তী সংস্কার হওয়ার কথা। মন্ত্রক জানিয়েছে, তা হবে পারফরম্যান্সের ভিত্তিতে। ন্যাশনাল ফেডারেশন অব জেনারেল ইনশিয়োরেন্স এমপ্লয়িজ়ের পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এর আগে জীবন বিমা নিগমের কর্মীদের সমান হারে আমাদের বেতন বাড়ত। এ বার ৪% কম বেড়েছে। সাধারণ বিমা সংস্থাগুলির কর্তৃপক্ষের সংগঠন জিপসা ইউনিয়নকে আলোচনায় ডেকেছে। চার সংস্থার কিছু দফতর বন্ধ বা সংযুক্তি নিয়ে আলোচনা হবে বলেই আমাদের কাছে খবর।’’