বেতন বিধিতে ক্ষোভ, বিল পাশ কেন্দ্রের

শ্রমিকদের বেতন-বোনাসের ৪টি আইন মিলে বেতন বিধি তৈরি হলে, কেন্দ্র শ্রমিক-কর্মীদের ন্যূনতম বেতনের ভিত ঠিক করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ০১:৫২
Share:

মোদী সরকারের শ্রম আইন সংস্কারের বিরোধিতায় ২ অগস্ট দেশে প্রতিবাদের ডাক দিয়েছে ১০টি শ্রমিক সংগঠন (আরএসএসের বিএমএস বাদে)। তবে এ সবের তোয়াক্কা না করে আজ লোকসভায় বেতন বিধি বিল পাশ করাল কেন্দ্র। এ দিন রাজ্যসভায় পাশ হয়েছে কোম্পানি বিলের সংশোধনীও।

Advertisement

শ্রমিকদের বেতন-বোনাসের ৪টি আইন মিলে বেতন বিধি তৈরি হলে, কেন্দ্র শ্রমিক-কর্মীদের ন্যূনতম বেতনের ভিত ঠিক করবে। যার ভিত্তিতে রাজ্য ন্যূনতম বেতন বাঁধবে শিল্প ও শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলে। সংগঠনগুলির ক্ষোভের কারণ, কেন্দ্র নির্ধারিত ভিত দিনে ১৭৮ টাকা হবে বলে শ্রমমন্ত্রীর ইঙ্গিত।

যেখানে এখন তা ১৭৬। অর্থাৎ মাসে টেনেটুনে ৫,০০০। সংগঠনগুলির প্রশ্ন, ভিত এত কম কেন? অল ইন্ডিয়া ইউটিইউসির সাধারণ সম্পাদক শঙ্কর সাহা বলেন, ‘‘১৫তম ভারতীয় শ্রম সম্মেলনের সুপারিশ অনুসারে মাসে ১৮,০০০ টাকা ন্যূনতম বেতনের দাবি করেছিলাম। কিন্তু কেন্দ্র যা বাড়াচ্ছে, তাতে শ্রমিকেরা হতাশ।’’

Advertisement

• শিল্প ও কৃষিতে ন্যূনতম বেতন ঠিক করতে কর্মীদের দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ, এই তিন ভাগে ভাঙে রাজ্য।

• কিছু ক্ষেত্রে জ়োন-এ (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা), জ়োন-বি (বাকি অঞ্চল)-তে ভাগ করেও তা ঠিক হয়।

দোকান

• জ়োন-এ: দক্ষ- ৯,৬৮৭, আধা-দক্ষ- ৮,৮০৬, অদক্ষ- ৮,০০৫

• জ়োন-বি: দক্ষ- ৮,৭৬৫, আধা-দক্ষ- ৭,৯৬৮, অদক্ষ- ৭,২৪৫

ইট ভাটা

• দক্ষ- ৭,৬৪৩, আধা-দক্ষ- ৬,৯৪৭, অদক্ষ- ৬,৩১৫

গাড়ি সারানো

• জ়োন-এ: অত্যন্ত দক্ষ- ১০,৮৮৪, দক্ষ- ৯,৮৯৫, আধা-দক্ষ- ৮,৯৯৬, অদক্ষ- ৮,১৭৭

অন্যান্য কাজে

• অদক্ষ- (জ়োন-এ) ৮,১৭৭, (জ়োন-বি) ৭,১৭৬

সিনেমা

• জ়োন-এ: অত্যন্ত দক্ষ- ১০,৮৮৪, দক্ষ- ৯,৮৯৫, আধা-দক্ষ- ৮,৯৯৫, অদক্ষ- ৮,১৭৭

• নির্মাণ, সেরামিক, কুরিয়ারে বেতন প্রায় সিনেমার মতো

কৃষি

• দিনে খাওয়া ছাড়া: দক্ষ- ২৯৪, আধা-দক্ষ- ২৬৭, অদক্ষ- ২৪৩

• দিনে খাওয়া নিয়ে:- দক্ষ- ২৭৭, আধা দক্ষ- ২৫০, অদক্ষ- ২২৬

* বেতন টাকার অঙ্কে। কৃষির হিসেব দিনে। বাকিগুলি মাসে

১০০ দিনের কাজে

• অদক্ষ: দিনে ১৯১ টাকা • দক্ষ: অদক্ষের দ্বিগুণ
• আধা-দক্ষ: অদক্ষদের দেড় গুণ

সংগঠনগুলির অভিযোগ, সরকার তাদের সঙ্গে এ নিয়ে কথাই বলেনি। তবে অভিযোগ উড়িয়েছেন শ্রমমন্ত্রী। বলেছেন, কেন্দ্র ভৌগলিক এলাকা ও দক্ষতার ভিত্তিতে ন্যূনতম বেতনের ভিত ঠিক করবে। কংগ্রেস সাংসদ কে সুরেশের তোপ, বিলটি আনা হল কর্পোরেটকে সুবিধা দিতে। কারণ, কেন্দ্রের কমিটিই তা দিনে ৩৭৫-৪৪৭ টাকা করার প্রস্তাব দিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement