এনপিএসে লগ্নির সুবিধা ওসিআইকে

বুধবার বিবৃতিতে অর্থ মন্ত্রক জানিয়েছে, এনপিএসে ওই টাকা ঢালায় ছাড়পত্র দিয়েছে প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রক পিএফআরডিএ। এ বার থেকে এ বিষয়ে অনাবাসী ভারতীয়দের সমান সুবিধা পাবেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ০৫:০৫
Share:

প্রতীকী ছবি।

যে সমস্ত বিদেশি নাগরিকের সারা জীবনের ভারতীয় ভিসা রয়েছে (ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা ওসিআই), এ বার তাঁদের জন্যও জাতীয় পেনশন প্রকল্পের (ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস) দরজা খুলে দিল কেন্দ্র।

Advertisement

বুধবার বিবৃতিতে অর্থ মন্ত্রক জানিয়েছে, এনপিএসে ওই টাকা ঢালায় ছাড়পত্র দিয়েছে প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রক পিএফআরডিএ। এ বার থেকে এ বিষয়ে অনাবাসী ভারতীয়দের সমান সুবিধা পাবেন তাঁরা। তবে শর্ত হল, প্রকল্পে খাতা খুলতে পিএফআরডিএ আইনে যোগ্য বলে বিবেচিত হতে হবে। আর মেয়াদ শেষে তৈরি তহবিলের টাকা তুলে অন্য দেশে নিয়ে যাওয়া বা তা দিয়ে অ্যানুইটি কেনার ক্ষেত্রে মানতে হবে বিদেশি মুদ্রা পরিচালনা আইন (ফেমা)।

উল্লেখ্য, ৮০সিসিডি (১) ধারায় কর্মীদের বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় মেলে। তার বাইরে আরও ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ে কর ছাড়ের সুবিধা পাওয়া যায় সেই অর্থ এনপিএসে রাখলে। আগে এই প্রকল্পে তৈরি তহবিলের টাকার ৪০% পর্যন্ত একলপ্তে তুললে, তার উপরে কর ছাড়ের সুবিধা মিলত। এ বার বাজেটে ওই সীমা বাড়িয়ে ৬০% করেছে কেন্দ্র। বাকি ৪০% অবশ্য ব্যবহার করতে হবে অ্যানুইটি কিনতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement