ছবি: সংগৃহীত
খুচরো বাজারের মতো চড়া (৫.৫৪%) না-হলেও, এ বার মূল্যবৃদ্ধি মাথা তুলল পাইকারি বাজারে। নভেম্বরে সার্বিক মূল্যবৃদ্ধি দাঁড়াল ০.৫৮%। এর কারণ মূলত খাদ্য পণ্যের বাড়তে থাকা দাম। সরকারি পরিসংখ্যান বলছে, এগুলির মূল্যবৃদ্ধি ছুঁয়েছে ১১.০৮%। আনাজ ও ডাল ধরলে ৪৫.৩২%। শুধু পেঁয়াজের দরই আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ১৭২%। তবে খাদ্যপণ্য বাদে বাকিগুলির মূল্যবৃদ্ধির হার কমে হয়েছে ১.৯৮%, যেখানে আগের মাসে ছিল ২.৩৫%। অক্টোবরে সার্বিক মূল্যবৃদ্ধি ছিল ০.১৬%। গত বছরের নভেম্বরে ৪.৪৭%।