প্রতীকী ছবি।
এ মাসের ২৮-২৯ তারিখে চণ্ডীগড়ে বসছে জিএসটি পরিষদের বৈঠক। সূত্রের খবর, এই কর আদায় খাতে রাজ্যগুলির যে ঘাটতি হচ্ছে, সেই ক্ষতি পূরণ করা নিয়ে কেন্দ্র এবং কিছু বিরোধী রাজ্যের মধ্যে কাজিয়া তুঙ্গে ওঠার আশঙ্কা সেখানে। কারণ, রাজ্যগুলি চায় কেন্দ্র তাদের আরও কিছু দিন ক্ষতিপূরণ দিক। কেন্দ্রের যুক্তি, প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছর ধরে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রাজকোষের যা অবস্থা তাতে সেই মেয়াদ বাড়ানো কঠিন।
জিএসটি চালু হয় ২০১৭-র ১ জুলাই। পণ্য লেনদেনে রাজ্যের কর ভ্যাটও মেশে তাতে। রাজ্যগুলির আশঙ্কা ছিল, এর ফলে তাদের আয় কমবে। সেই ঘাটতি মেটাতেই ক্ষতিপূরণের আশ্বাস দেয় কেন্দ্র। যাকে ঘিরে দানা বেঁধেছে কেন্দ্র-রাজ্য বিরোধ। রাজ্যের জিএসটি খাতে ক্ষতি হলে এবং কেন্দ্র সেই ক্ষতি না ভরলে আমজনতার উপরে বিরূপ প্রভাব পড়তে পারে, আশঙ্কা মার্চেন্ট চেম্বারের ব্যাঙ্কিং এবং আর্থিক কমিটির কো-চেয়ারম্যান স্মরজিৎ মিত্রের। তিনি বলেন, ‘‘ওই টাকা না পেলে রাজ্যগুলি সরকার চালাতে সমস্যায় পড়বে। তার ফল ভুগবে রাজ্যবাসী।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।