Tech

ভারতের বাজারে আসতে চলেছে ওপোর নতুন ফোন রেনো এস

আগামী ১০ অক্টোবর চিনের বাজারে মুক্তি পাওয়ার পর ভারতের বাজারে আসতে চলেছে ওপোর নতুন ফোন রেনো এস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৯ ১৫:০৮
Share:

ভারতের বাজারে আসতে চলেছে ওপোর নতুন ফোন রেনো এস। ছবি- এএফপি

আগামী ১০ অক্টোবর চিনের বাজারে মুক্তি পাওয়ার পর ভারতের বাজারে আসতে চলেছে ওপোর নতুন ফোন রেনো এস।

Advertisement

সংস্থা সূত্রে খবর, ওপোর এই নতুন ফোনে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। এ ছাড়াও ফোনটিতে ৬.৫ ইঞ্চির ওয়াটারড্রপ ডিসপ্লে থাকবে। অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর এই ফোনে পাওয়া যাবে। রেনো এস ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা এবং উন্নতমানের ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে যা ১০ গুণ জুম করার সুবিধে দেবে। ফোনটিতে অত্যন্ত দ্রুতগতিতে কাজ করা যাবে বলে দাবি করেছে সংস্থা।

এ ছাড়াও ফোনে ডুয়াল ওয়াই-ফাই এর সুবিধে থাকবে। ফোনটিতে খুব তাড়াতাড়ি চার্জ দেওয়ার সুবিধাও পাওয়া যাবে। ডূয়াল স্টিরিও স্পিকার এই ফোনে থাকবে যার ফলে ফোনের সাউন্ড খুব উন্নতমানের হবে।

Advertisement

আরও পড়ুন: ভারতের বাজারে আসছে রিয়েলমির ডুয়াল ডলবি স্পিকারযুক্ত স্মার্টফোন এক্স২ প্রো

আরও পড়ুন: ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে একাদশীতে ভারতে আসছে রেডমি ৮

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement