ভারতে শীঘ্র ওপো কে-৩ লঞ্চ করা হবে। ছবি সৌজন্য: টুইটার।
চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ওপো কিছু দিন ধরে আমাজন শপিং সাইটে তাদের নতুন ফোন 'ওপো কে' সিরিজের টিজার দেখাচ্ছিল। চলতি মাসে তাদের নতুন স্মার্টফোন 'ওপো কে-১' ভারতে লঞ্চ করেছে তারা। যার বাজারমূল্য ১৪ হাজার ৪৯০ টাকা। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে যে, খুব দ্রুত 'ওপো কে-৩' ভারতে লঞ্চ করা হবে।
'ওপো কে-৩' কিছু দিন আগে চিনের বাজারে লঞ্চ করা হয়েছিল। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে ভ্যারিয়ান্টের ভারতীয় মুদ্রায় দাম ছিল যথাক্রমে ১৬ হাজার এবং ১৯ হাজার টাকা। কিন্তু ভারতে এই ফোনের দাম কত হতে পারে এবং কবে লঞ্চ হবে তা সঠিক ভাবে ওপো জানায়নি।
যেহেতু, চিনের বাজারে 'ওপো কে-৩' সাফল্য পেয়েছে, তাই সংস্থা জানিয়েছে খুব শীঘ্র বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ করা হবে।
আরও পড়ুন: ভারতে কবে পাওয়া যাবে রেডমি কে-২০ প্রো? জানাল শাওমি
ওপো কে-১ এবং কে-৩ এর মধ্যে বেশি পার্থক্য নেই। টাচ স্ক্রিন ফিচারওয়ালা 'ওপো কে-৩' তে থাকবে উন্নত কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৭১০ অক্টাকোর প্রসেসর। এর অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ৯.০ (পাই)। এই ফোনের ফুল এইচডি ডিসপ্লে হবে ৬.৫ ইঞ্চি(১০৮০x২৩৪০ পিক্সেল)। ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা-সহ থাকবে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা সেন্সর।
এ ছাড়া অন্যান্য ফিচারের মধ্যে আছে ৩,৭৬৫ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ, যার ফলে ২০ ওয়াটের দ্রুত চার্জিং দেওয়া যাবে।
ওপো সংস্থা এই বছর অনেকগুলো মোবাইল ফোন লঞ্চ করেছে তার মধ্যে 'ওপো রেনো' এবং 'ওপো এফ-৯' বিশেষ করে গ্রাহকদের মন কেড়েছে।