ব্যারেলে ৮০ ডলার ছাড়িয়েছে অশোধিত তেল। এই অবস্থায় ওপেক গোষ্ঠীর দেশগুলিকে উৎপাদন বাড়িয়ে তেলের দাম কমানোর জন্য হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রবিবার ওপেক ও তাদের সহযোগী দেশ রাশিয়া জানিয়ে দিল, আপাতত উৎপাদন বাড়ছে না।
নভেম্বর থেকে ইরানের উপরে নিষেধাজ্ঞা কার্যকর করবে আমেরিকা। ফলে বহু দেশই ইরান থেকে তেলের আমদানি কমিয়েছে। তাই দাম বেড়েছে তেলের। এই অবস্থায় বৃহস্পতিবার ট্রাম্প টুইটে বলেছিলেন, ‘‘আমাদের ছাড়া পশ্চিম এশিয়ার দেশগুলি বেশি দিন নিরাপদে থাকবে না। তা সত্ত্বেও তারা তেলের দাম বাড়াচ্ছে। ওপেককে এখনই দাম কমাতে হবে।’’
এই প্রসঙ্গে ওপেকের বৃহত্তম তেল উৎপাদক সৌদি আরবের তেলমন্ত্রী খলিদ আল-ফালি জানান, উৎপাদন বাড়ানোর ক্ষমতা তাঁদের আছে। কিন্তু এখন তার কোনও পরিকল্পনা নেই। তাঁর কথায়, ‘‘এমন কোনও তেল সংস্থা
জানা নেই, যারা চেয়েও তা পাচ্ছে না।’’
রাশিয়ার তেলমন্ত্রী আলেকজান্ডার নোভাকের বক্তব্য, ইরানের উপরে নিষেধাজ্ঞায় সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু এখনই উৎপাদন বাড়ানো যাবে না।