Oil

আরও বাড়ল তেলের দাম

বিশ্ব বাজারে অশোধিত তেল এবং পেট্রল-ডিজেলের দর ঊর্ধ্বমুখী হতেই ভারতে বাড়তে শুরু করে তেলের দর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০৬:৩৩
Share:

প্রতীকী ছবি।

মাঝে মধ্যে দু’এক দিন করে একটু থমকাচ্ছে। কিন্তু তার পরে ফের লাফ। পেট্রল-ডিজেলের বাড়তে থাকা দামে রাশ পড়ার কোনও লক্ষণই নেই। দু’দিন অপরিবর্তিত থাকার পরে আজ আবার বেড়েছে দুই জ্বালানির দাম। কলকাতায় ইন্ডিয়ান অয়েলের (আইওসি) পাম্পে পেট্রল ও ডিজেলের লিটার পিছু দর ছাড়িয়ে গিয়েছে যথাক্রমে ৮৪ ও ৭৬ টাকা। বাড়তে থাকা দাম কোথায় গিয়ে থামবে, সেই আশঙ্কা প্রতি দিন আরও বেশি করে জাঁকিয়ে বসছে শিল্প ও আমজনতার মধ্যে।

Advertisement

বিশ্ব বাজারে অশোধিত তেল এবং পেট্রল-ডিজেলের দর ঊর্ধ্বমুখী হতেই ভারতে বাড়তে শুরু করে তেলের দর। এর উপরে কেন্দ্রের চড়া উৎপাদন শুল্ক এবং কোনও কোনও রাজ্যে বিপুল করের জেরে সেই দামের পারদ আরও উঠেছে। ভোপালের মতো মধ্যপ্রদেশের কিছু শহরে পেট্রল লিটারে ৯০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। ডিজেল পেরিয়েছে ৮০ টাকা।

এর মধ্যে গত দু’দিন দাম না-বাড়ায় কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু তা মুছে আজ ফের কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রল ও ডিজেলের দাম বাড়ল লিটারে যথাক্রমে ১৫ ও ২৩ পয়সা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement