Business News

করোনা, তেলের জোড়া ধাক্কায় এশিয়ার সবচেয়ে ধনীর শিরোপা খোয়ালেন মুকেশ অম্বানী

এক দিনে মুকেশের মোট সম্পদের পরিমাণ কমে গিয়েছে ৫৮০ কোটি ডলার। যা মোট সম্পদের পরিমাণের নিরিখে আলিবাবা গ্রুপের কর্ণধার জ্যাক মা-র চেয়ে মুকেশকে ২৬০ কোটি ডলার পিছিয়ে দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ১২:২৬
Share:

জ্যাক মা-র চেয়ে পিছিয়ে পড়লেন মুকেশ অম্বানী। -ফাইল ছবি।

না, শিল্পপতি মুকেশ অম্বানী আর এশিয়ার সবচেয়ে ধনী নন। তাঁকে টপকে গেলেন ‘আলিবাবা’ গ্রুপের কর্ণধার জ্যাক মা।

Advertisement

করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ আর গত তিন দশকে অপরিশোধিত তেলের দামের সর্বাধিক পতনের দৌলতে এশিয়ার সবচেয়ে ধনীর শিরোপা খোয়ালেন ‘রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজে’র কর্ণধার। তাঁকে দু’নম্বরে ঠেলে দিয়ে বছরদু’য়েক আগে খোয়ানো এশিয়ার সবচেয়ে বিত্তশালীর শিরোপা ফিরে পেলেন জ্যাক মা। মঙ্গলবার এই খবর দিয়েছে ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স।

করোনাভাইরাসের সংক্রমণ যে হারে ছড়িয়ে পড়তে শুরু করেছে, তাতে বিশ্বে বড় ধরনের আর্থিক মন্দার আশঙ্কা উত্তরোত্তর ঘনীভূত হচ্ছে। তার জেরে এক দিনে মুকেশের মোট সম্পদের পরিমাণ কমে গিয়েছে ৫৮০ কোটি ডলার। যা মোট সম্পদের পরিমাণের নিরিখে আলিবাবা গ্রুপের কর্ণধার জ্যাক মা-র চেয়ে মুকেশকে ২৬০ কোটি ডলার পিছিয়ে দিয়েছে।

Advertisement

তার ফলে, ২০১৮-র মাঝামাঝি যিনি এশিয়ার সবচেয়ে ধনীর শিরোপা খুইয়েছিলেন, সেই ৪ হাজার সাড়ে ৪০০ কোটি ডলারের মোট সম্পদের মালিক জ্যাক মা আবার এশিয়ার ধনীদের তালিকায় চলে এসেছেন এক নম্বরে।

আরও পড়ুন- ইয়েস: রাণার স্ত্রী এবং তিন মেয়ের নামে এফআইআর

আরও পড়ুন- করোনা ও তেলে ধস সেনসেক্সে, এক দিনে রেকর্ড পতন​

গত তিন দশকে তেলের দাম সর্বনিম্ন হয়ে পড়ায় আর বিশ্বে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণে তীব্র আর্থিক মন্দার আশঙ্কা ঘনীভূত হওয়ায় মুকেশের মূল সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ আর এক বছরের মধ্যে বাজারে তার যাবতীয় ধারকর্জের পিরমাণ শূন্যে নামিয়ে আনতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। তার জেরে রিলায়্যান্সের শেয়ারের দর পড়েছে হু হু করে। সোমবার শেয়ারের দাম পড়েছে ১২ শতাংশ। ২০০৯ সালের পর এতটা নেমে যায়নি মুকেশের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।

করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ যে আলিবাবার ব্যবসায় ছোবল দেয়নি, তা নয়। কিন্তু বিশ্বজুড়ে ক্লাউড কম্পিউটিং আর মোবাইল অ্যাপসের ব্যবসার রমরমায় সেই ক্ষতির অনেকটাই পুষিয়ে গিয়েছে জ্যাক মা-র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement