—প্রতীকী ছবি।
সম্পত্তির নিরিখে ‘আইফোন’ নির্মাণকারী সংস্থা ‘অ্যাপ্ল’কে এ বার পিছনে ফেলল চিপ প্রস্তুতকারী কোম্পানি ‘এনভিডিয়া’। মঙ্গলবার, ৫ নভেম্বর এই তথ্য প্রকাশ্যে আসতেই চাঙ্গা হয়েছে আমেরিকার ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার। এনভিডিয়ার কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) সংক্রান্ত টুলের স্টকের দর বৃদ্ধি পেয়েছে ২.৯ শতাংশ। ফলে সেগুলির দাম ১৩৯.৯৩ ডলারে পৌঁছে যায়। যার জেরে সংস্থাটির মোট বাজারি মূলধনের পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষ কোটি ডলার দাঁড়িয়েছে। যা অ্যাপ্লের চেয়ে ৩.৩৮ লক্ষ কোটি বেশি।
চলতি বছরের জুনে বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এনভিডিয়া আত্মপ্রকাশ করেছিল। কিন্তু, মাত্র এক দিনের জন্য সেই স্থান ধরে রাখতে সক্ষম হয় সংশ্লিষ্ট সংস্থা। বর্তমানে ইকমার্স সংস্থা ‘অ্যামাজ়ন’ এবং বহুজাতিক টেক জায়ান্ট সংস্থা ‘মেটা’র মোট বাজারি মূলধনের চেয়ে বেশি সম্পত্তি রয়েছে এনভিডিয়ার কাছে।
সম্প্রতি বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থাগুলি এই আমেরিকান কোম্পানিতে কয়েক বিলিয়ান ডলার বিনিয়োগ করেছে। এদের সাহায্যেই শক্তিশালী এআই প্রযুক্তি গড়ে তুলেছে এনভিডিয়ার। যার মধ্যে রয়েছে ওপেন এআইয়ের ‘চ্যাটজিপিটি’ এবং গুগ্লের ‘জেমিনি’। এ বছরের অক্টোবরে এনভিডিয়ার সঙ্গে একটি চুক্তি করেছেন ভারতীয় ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। তাঁর সংস্থা ‘রিলায়্যান্স জিয়ো’-তে এআই প্রযুক্তির ব্যাপক ব্যবহার বৃদ্ধির কথা মাথায় রেখে ওই চুক্তি করেছেন তিনি।
আগামী শুক্রবার, ৯ নভেম্বর ‘ডাও জ়োন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ’-এ যোগ দেবে এনভিডিয়া। যা এর স্টকের গ্রাফে প্রভাব ফেলেছে। ২০২২ সালের পর প্রথম বার সংশ্লিষ্ট সংস্থারের শেয়ারের দর ৮৫০ শতাংশ বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি চ্যাটজিপিটির নতুন ভার্সান নিয়ে আসবে এনভিডিয়া। তা নিয়ে গ্রাহক থেকে শুরু করে স্টকে বিনিয়োগকারীদের প্রবল উৎসাহ রয়েছে।