সৌর বিদ্যুতে ৫০,০০০ কোটি এনটিপিসির

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০৫:১২
Share:

প্রতীকী ছবি।

তাপ বিদ্যুতের পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদনে আরও জোর দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি। ২০২২ সালের মধ্যে আরও ১০ গিগাওয়াট বা ১০,০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চাইছে সংস্থাটি। সে জন্য প্রায় ৫০,০০০ কোটি টাকা লগ্নি করবে তারা।

Advertisement

এখনও পর্যন্ত যা খবর, চলতি ২০১৯-২০ অর্থবর্ষের মধ্যে ২৩০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের দরপত্র ডাকার কাজ শেষ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। পরবর্তী দু’টি অর্থবর্ষে (২০২০-২১ ও ২০২১-২২) আরও ৪ গিগাওয়াট করে উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই বড় সৌর বিদ্যুৎ প্রকল্পগুলির জন্য দেশে-বিদেশে ‘গ্রিন বন্ড’ ছেড়ে বাজার থেকে টাকা তুলতে চায় এনটিপিসি। ভাবনায় রয়েছে অন্যান্য পন্থাও। আর্থিক দিক দিয়ে যেটা সংস্থার পক্ষে সুবিধা হবে, সেটাই বেছে নেওয়া হবে।

এনটিপিসি যে প্রকল্পগুলি গড়বে, তার মধ্যে অনেকগুলির ক্ষেত্রে বিদ্যুৎ বিক্রির জন্য কোনও দীর্ঘ মেয়াদি চুক্তি (২৫ বছর) করা হবে না। বাণিজ্যিক গ্রাহকদের পাশাপাশি এনার্জি এক্সচেঞ্জে ওই বিদ্যুৎ বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালের মধ্যে দেশে অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন ১৭৫ গিগাওয়াট বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। যার মধ্যে ১০০ গিগাওয়াট সৌর বিদ্যুৎ, ৬০ গিগাওয়াট বায়ুবিদ্যুৎ, জৈব (বায়োমাস) ব্যবস্থায় ১০ গিগাওয়াট ও ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংবাদ সংস্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement