বৈদ্যুতিক গাড়ি নিয়ে সমীক্ষা

সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী আজ সংসদে বৈদ্যুতিক গাড়ির লক্ষ্যমাত্রার কথা জানান। 

Advertisement
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৯ ০৩:৫৪
Share:

চার বছর পরে দেশে শুধুই বৈদ্যুতিক তিন চাকার গাড়ি তৈরির সুপারিশ করেছে নীতি আয়োগ। দু’চাকার (১৫০ সিসি-র কম) ক্ষেত্রে তা ছ’বছর। এত দ্রুত এই পরিবর্তন নিয়ে আপত্তি রয়েছে গাড়ি শিল্পমহলের। তবে ধাপে ধাপে সেই পথে হাঁটার পরিকল্পনা তৈরির জন্য উপদেষ্টা সংস্থাকে দিয়ে সমীক্ষা করবে তারা। সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী আজ সংসদে বৈদ্যুতিক গাড়ির লক্ষ্যমাত্রার কথা জানান।

Advertisement

ওই পরিবর্তনের বিষয়ে সম্প্রতি গাড়ি শিল্পের সঙ্গে বৈঠক করে নীতি আয়োগ। পরিকল্পনা তৈরি করতে বলে দু’সপ্তাহের মধ্যে। কিন্তু শিল্প জানায়, এর জন্য অন্তত চার মাস সময় লাগবে। সরকার ও গাড়ি শিল্প সূত্রের খবর, উপদেষ্টা সংস্থাকে দিয়ে সেই রিপোর্ট তৈরি করে সরকারকে জানাবে শিল্পমহল। তাদের বক্তব্য, বৈদ্যুতিক গাড়ি তৈরির পথে এগোনো উচিত ধাপে ধাপে। যে শহরগুলিতে দূষণ সব থেকে বেশি সেখানে আগে এর ব্যবহার শুরু করা উচিত। গডকড়ী অবশ্য জানিয়েছিলেন, গাড়ি শিল্পের সঙ্গে আলোচনা করেই বিষয়টি রূপায়ণ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement