মিৎসুবিশির রাশ হাতে নিল নিসান

মিৎসুবিশি মোটর্সের ৩৪% অংশীদারি কেনা সম্পূর্ণ করল নিসান। এ জন্য ২২৯ কোটি ডলার ঢেলেছে জাপানি গাড়ি বহুজাতিকটি। এর ফলে একক বৃহত্তম শেয়ারহোল্ডার হিসেবে সংস্থাটির রাশ গেল নিসানের হাতে।

Advertisement

সংবাদ সংস্থা

টোকিও শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০২:৪৯
Share:

মিৎসুবিশি মোটর্সের ৩৪% অংশীদারি কেনা সম্পূর্ণ করল নিসান। এ জন্য ২২৯ কোটি ডলার ঢেলেছে জাপানি গাড়ি বহুজাতিকটি। এর ফলে একক বৃহত্তম শেয়ারহোল্ডার হিসেবে সংস্থাটির রাশ গেল নিসানের হাতে। আগামী দিনে মিৎসুবিশির দায়িত্ব সামলাবেন রেনো-নিসানের চেয়ারম্যান এবং সিইও কার্লস ঘোসন।

Advertisement

প্রসঙ্গত, গত এপ্রিলেই গাড়িতে দূষণ কমিয়ে দেখানোর জন্য মাইলেজের হিসাবে (এক লিটার তেলে কতটা রাস্তা যায় গাড়ি) কারচুপি করা হয়েছে বলে স্বীকার করেছে জাপানি গাড়ি সংস্থা মিৎসুবিশি। তার পরে মে মাসে এই অংশীদারি কেনার কথা প্রথম জানিয়েছিল নিসান। সংশ্লিষ্ট মহলের মতে, মিৎসুবিশির বর্তমান অবস্থায় শেয়ার বিক্রির এই সিদ্ধান্ত জীবনদায়ী হতে পারে সংস্থার পক্ষে। পাশাপাশি, এর ফলে নিসানও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা বাড়াতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement