ব্যাঙ্ক-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ধারের টাকা ফেরত পাওয়ার সমস্যা মেটাতে বুধবার রাজ্যসভায় দেউলিয়া বিধি সংশোধনী বিল পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রের বক্তব্য, এর ফলে চলতি দেউলিয়া বিধির বেশ কিছু ফাঁক ভরাট করা সম্ভব হবে। গত সপ্তাহেই খসড়া বিলে সম্মতি দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই অনুযায়ী এ দিন সাতটি সংশোধনী পেশ হয়েছে।
বিলে ধার ফেরতের পরিকল্পনার (রেজলিউশন প্ল্যান) সংজ্ঞা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, সংস্থাকে ঘুরিয়ে দাঁড় করানো বা সম্পত্তি বিক্রি করে ধার মেটানোর পাশাপাশি সংস্থা পুনর্গঠন, সংযুক্তি বা একটি সংস্থাকে ভেঙে একাধিক সংস্থা তৈরিও এই বিধির আওতায় থাকবে। পরিকল্পনা কার্যকরের সময়ও ২৭০ দিন থেকে বাড়িয়ে ৩৩০ দিন করার প্রস্তাব আনা হয়েছে। আবার দেউলিয়া বিধিতে কোনও আর্জির প্রেক্ষিতে যদি ১৪ দিনের মধ্যে প্রক্রিয়া শুরু না-হয় বা খারিজ হয়, তা হলে তার কারণও লিখিত ভাবে জানাতে হবে।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।