Nirmala Sitharaman

শাসক-বিরোধী তরজায় রাষ্ট্রায়ত্ত সংস্থা

ভোট-বাজারে রাষ্ট্রায়ত্ত সংস্থার স্বাস্থ্য নিয়ে শাসক-বিরোধী এই তরজায় নির্মলা তুলে ধরেছেন ওই হিন্দুস্তান এরোনটিক্সের (এইচএএল) উদাহরণই। যে সংস্থাটি ভাল ফল করতে পারছে না বলে সরকারের দিকে আঙুল তুলেছিলেন রাহুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ০৯:১৪
Share:

নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, মোদী জমানায় বিশৃঙ্খলায় ডুবেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। বুধবার তাঁর পাল্টা জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, বাস্তবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলেই সব থেকে বেশি ভুগেছে ওই সব সংস্থা। কারণ সেগুলির প্রতি তারা ছিল উদাসীন।

Advertisement

এ দিন এক্স-এ অর্থমন্ত্রীর দাবি, তাঁদের শাসনকালে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে পেশাদার মনোভাব নিয়ে কাজ করার সংস্কৃতি তৈরি হয়েছে। দৈনন্দিন ব্যবসার ক্ষেত্রে বাড়ানো হয়েছে স্বাধীন ভাবে এগিয়ে চলার পরিসর। ফলে তারা উন্নতি করছে এবং লাভের মুখ দেখছে।

ভোট-বাজারে রাষ্ট্রায়ত্ত সংস্থার স্বাস্থ্য নিয়ে শাসক-বিরোধী এই তরজায় নির্মলা তুলে ধরেছেন ওই হিন্দুস্তান এরোনটিক্সের (এইচএএল) উদাহরণই। যে সংস্থাটি ভাল ফল করতে পারছে না বলে সরকারের দিকে আঙুল তুলেছিলেন রাহুল। নির্মলার দাবি, এই ধরনের সংস্থার পুনরুজ্জীবন সম্ভব হয়েছে মোদী জমানাতেই। বাজারে এইচএএল-এর মূল্যায়ন মাত্র চার বছরের মধ্যে ১৭,৩৯৮ কোটি টাকা (২০২০) থেকে বেড়ে হয়েছে ২.৫ লক্ষ কোটি টাকা (২০২৪-এর ৭ মে)। এক্স-এ তিনি লিখেছেন, বর্তমান সরকারের আওতায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিশৃঙ্খল হয়েছে বলে বার বার যে দাবি করছেন রাহুল গান্ধী, তা আসলে চোরের উল্টে পুলিশকে ধমকানোর আদর্শ উদাহরণ। বাস্তব তুলে ধরেছে সম্পূর্ণ আলাদা একটি ছবি। এই প্রসঙ্গে সরকারের মূলধনী খরচের হাত ধরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ারের দাম বৃদ্ধি এবং বেসরকারিকরণের পরে এয়ার ইন্ডিয়া এবং নীলাচল ইস্পাত নিগমের ঘুরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement