Nirmala Sitaraman

শিল্পকে বিনিয়োগের ডাক নির্মলার

নির্মলা বলেছেন, অর্থনীতিকে চাঙ্গা করার উৎসাহ প্রকল্প হিসেবেই সরকার পরিকাঠামো, স্বাস্থ্য ও কৃষিতে অনেক বেশি খরচের পণ করেছে। তবে তারা একা কিছু করতে পারবে না। শিল্পকে পাশে থাকতে হবে।

Advertisement
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৩০
Share:

ফাইল চিত্র।

বণিকসভা ফিকির মঞ্চ থেকে শিল্পকে লগ্নির ডাক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দাবি করলেন, ‘‘এতদিন সকলে ভাবত তহবিল জোগাড় করতে হলে সরকারকে কর বাড়াতে হয়। অথচ খরচ করার জন্য আমাদের যখন অনেক টাকার দরকার, তখন এ বারের বাজেট কর না-বাড়িয়েই সম্পদ সংগ্রহের চেষ্টা করল।’’ তাঁর মতে, ভারতীয় অর্থনীতির দিশা বদলে দিয়েছে বাজেট। যা উদ্যোগপতিদের উৎসাহে জ্বালানি জোগাবে।

Advertisement

সংশ্লিষ্ট মহলের দাবি, উৎপাদন বাড়াতে হলে শিল্পকে লগ্নি করতে হবে। কিন্তু বিক্রিবাটা ছন্দে না-ফেরা পর্যন্ত অনেকেই হাত গুটিয়ে বসে। বৃহস্পতিবার শিল্পের উদ্দেশে নির্মলার বার্তা, সরকার ব্যাগ ভর্তি টাকা নিয়ে এলেও ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে একা সব চাহিদা মেটাতে পারবে না। তাই শিল্পকে ব্যবসা বাড়াতে লগ্নি করতে হবে।’’

নির্মলা বলেছেন, অর্থনীতিকে চাঙ্গা করার উৎসাহ প্রকল্প হিসেবেই সরকার পরিকাঠামো, স্বাস্থ্য ও কৃষিতে অনেক বেশি খরচের পণ করেছে। তবে তারা একা কিছু করতে পারবে না। শিল্পকে পাশে থাকতে হবে।

Advertisement

এ দিনই কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব তরুণ বজাজ জানান, ২০২৪-২৫ সালের মধ্যে ভারতকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি করে তুলতে অনড় কেন্দ্র। পরিকাঠামোয় খরচ-সহ বিভিন্ন পদক্ষেপও সেই লক্ষ্য পূরণেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement