অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নিখোঁজ (পরে মৃত্যু) হওয়ার ঠিক আগে লেখা চিঠিতে আয়কর দফতরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন কাফে কফি ডে-র কর্ণধার ভি জি সিদ্ধার্থ। পরে কেন্দ্রের দিকে একই অভিযোগে আঙুল তোলেন কিরণ মজুমদার শ’, মোহনদাস পাইয়ের মতো শিল্পপতি। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার কর কর্তৃপক্ষের উদ্দেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আর্জি, কর আদায়ে অতিরিক্ত তৎপর হয়ে কাজ নেই। বরং সংযত হয়ে এগোনোই ভাল।
এ দিন পুণেতে পরোক্ষ কর পর্ষদ, আয়কর ও আমদানি শুল্ক দফতর, জিএসটি এবং বাণিজ্য মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন নির্মলা। পরে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘ব্যবসা কাজ তৈরি করে। দেশের জন্য তৈরি করে সম্পদ। তাই কর সংগ্রহ ও এ সংক্রান্ত বিধি প্রয়োগের সময় আধিকারিকদের মনে রাখা জরুরি তাদের সুবিধা দেওয়ার কথা।’’
সম্প্রতি কর-সন্ত্রাসের অভিযোগ ওঠার পরে তা নিজে শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্মলা। অর্থনীতি চাঙ্গা করতে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণার সময়েও জোর দিয়েছিলেন হেনস্থা কমানোয়। ঘোষণা করেছিলেন এ বার থেকে সব আয়কর নোটিস কেন্দ্রীয় স্তর থেকে পাঠানোর কথা।
এ দিন তাঁর বার্তা, সরকার চায় ছোট শিল্প, ছোট-বড় উদ্যোগপতিরা নির্ভাবনায় তাঁদের ব্যবসার কাজ করে যান। আর তার পরেই মন্তব্য, ‘‘সব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখেছি কর আদায়ের জন্য বেঁধে দেওয়া লক্ষ্য ছোঁয়া অসম্ভব নয়...অতএব কর সংগ্রহকারীদের কাছে অনুরোধ অতিরিক্ত তৎপর হবেন না।’’