ছবি: সংগৃহীত।
দক্ষিণ মুম্বইয়ের ফ্লোরা ফাউন্টেনে ১১৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী ইসমাইল ভবনে তাদের একমাত্র একক দোকানটি বন্ধ করে দিল পোশাক এবং প্রসাধনী সংস্থা জ়ারা। পরিবর্তে মাসিক তিন কোটি টাকার বিনিময়ে প্রায় ৬০ হাজার বর্গফুটের সেই দোকানটি ভাড়়া নিল বিলাসবহুল ফ্যাশন সংস্থা পার্পল স্টাইল ল্যাব্স। অর্থাৎ, ওই দোকানের জন্য দিনে ১০ লক্ষ টাকা ভাড়া দেবে সংস্থাটি। বছরের হিসাবে সেই টাকা ৩৬ কোটি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া সম্পত্তি রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী, পার্পল স্টাইল ল্যাব্স দোকানটি পাঁচ বছরের জন্য লিজ়ে জায়গা নিয়েছে। পাঁচ বছরের জন্য ২০৬ কোটি টাকা ভাড়া ধার্য হয়েছে।
২০১৫ সালে পার্পল স্টাইল ল্যাব্স সংস্থাটি শুরু করেন ব্যবসায়ী অভিষেক আগরওয়াল। নামীদামি ডিজাইনার পোশাক বিক্রি করে পার্পল স্টাইল ল্যাব্স। ২০১৮ সালে ‘পার্নিয়ার পপ-আপ শপ’ অধিগ্রহণ করে সংস্থাটি। পার্পল স্টাইল ল্যাব্সের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে এটির কেম্পস কর্নার, জুহু এবং বান্দ্রা-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় দোকান রয়েছে।
সেই পার্পল স্টাইল ল্যাব্সই ইসমাইল ভবনের সেই দোকানটি বার্ষিক ৩৬ কোটির বিনিময়ে ভাড়া নিয়েছে। তবে প্রথম বছরের পর দ্বিতীয় বছর থেকে ভাড়ার পরিমাণ বৃদ্ধি পাবে। দ্বিতীয় বছরের জন্য বার্ষিক ৩৯ কোটি, তৃতীয় বছরের জন্য ৪২ কোটি, চতুর্থ বছরের জন্য ৪৩.৮ কোটি এবং পঞ্চম বছরের জন্য ৪৫.৬ কোটি টাকা ভাড়া দিতে হবে সংস্থাটিকে।
উল্লেখ্য, জ়ারা ২০১৬ সালে ওই দোকানটি ভাড়া নিয়েছিল। ন’বছর ব্যবসা চালানোর পর এ বার সেখান থেকে পাততাড়ি গোটাল স্পেনীয় পোশাক এবং প্রসাধনী সংস্থাটি। জ়ারার তরফে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারির পর ইসমাইল ভবনের ওই দোকানটি ছেড়ে দিয়েছে জ়ারা। মনে করা হচ্ছে ভাড়া অনুযায়ী বিক্রি না-হওয়ার কারণেই দোকান ছেড়ে দিল জ়ারা।