Viral Video

পেল্লায় রুইয়ের মুখে বিয়ার ঢালছেন যুবক, ঢক ঢক করে খাচ্ছে মাছটিও! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি একতলা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর এক হাতে পেল্লায় আকারের একটি রুই মাছ। অন্য হাতে বিয়ারের বোতল। সেই বিয়ারের বোতল থেকে সরাসরি রুই মাছের মুখে বিয়ার ঢেলে দিচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫২
Share:
Video shows man pouring beer in fish mouth, Internet reacts after video goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

রুই মাছকে বিয়ার খাওয়াচ্ছেন এক যুবক। মাছটিও সেই বিয়ার খাচ্ছে ঢক ঢক করে। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। নিন্দার ঝড় উঠেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি একতলা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর এক হাতে পেল্লায় আকারের একটি রুই মাছ। অন্য হাতে বিয়ারের বোতল। সেই বিয়ারের বোতল থেকে সরাসরি রুই মাছের মুখে বিয়ার ঢেলে দিচ্ছেন তিনি। মাছটিও ছটফট না করে বিয়ার খাচ্ছে চুপচাপ। এমন সময় এক প্রৌঢ় সেখানে আসেন। যুবকের পাশে এসে দাঁড়ান। হাসতে হাসতে যুবকের কাণ্ড দেখতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

মঙ্গলবার ‘ইন্ডিয়ান রেয়ার ক্লিপ্‌স’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিয়োটি দেখেছেন বহু মানুষ। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ওই যুবক যা করছেন, তা প্রাণী নির্যাতনের শামিল বলেও মন্তব্য করেছেন অনেকে। অনেকে আবার ওই যুবকের নিন্দা করে সরব হয়েছেন। যুবকের শাস্তির দাবি তুলেও সরব হয়েছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘বিষয়টি মোটেও মজার নয়। এটি প্রাণী নির্যাতন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement