সৌজন্য: মোদীর সঙ্গে রাষ্ট্রপুঞ্জে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।ছবি: রয়টার্স
শাখের করাত। হয় ৪ নভেম্বরের মধ্যে ইরান থেকে অশোধিত তেল আমদানি বন্ধ করতে হবে। নইলে নেমে আসবে আর্থিক নিষেধাজ্ঞা। ভারত-সহ সমস্ত দেশকেই এই হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভোট বছরে নরেন্দ্র মোদীর মাথাব্যথা বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ সৌদি আরব-সহ ওপেক দেশগুলি এবং রাশিয়া সবে অশোধিত তেলের উৎপাদন বাড়াতে রাজি হয়েছে। তার জেরে হালে কিছুটা দাম কমতেও শুরু করেছিল বিশ্ব বাজারে। কিন্তু এখন ইরান থেকে তেল কেনার উপর নতুন করে এই নিষেধাজ্ঞা আগামী দিনে ফের তার দ্রুত দাম বাড়ার আশঙ্কা তৈরি করেছে। ইতিমধ্যেই তা বাড়তেও শুরু করেছে কিছুটা। অথচ আমেরিকা এতে অনড়। এ দিন মোদীর সঙ্গে বৈঠকে তা জানিয়েওছেন হ্যালি। তাই এক দিকে ট্রাম্পের হুঁশিয়ারি আর অন্য দিকে দেশে জ্বালানির দাম বাড়ার আশঙ্কার সঙ্গেই এখন ঘর করতে হচ্ছে মোদী সরকারকে।