রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। —ফাইল চিত্র।
ভারতে রিজ়ার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সীমা পার করলেই বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির (এফপিআই) বিনিয়োগ প্রত্যক্ষ বিদেশি লগ্নি বা এফডিআই-এ পরিণত হয়। কী ভাবে সেই বদল হবে, সোমবার তার নতুন নিয়ম জারি করল আরবিআই। অবিলম্বে যা কার্যকর হবে। শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি-ও এই একই মর্মে নির্দেশ জারি করেছে।
কোনও সংস্থার মোট পেড-আপ ইকুইটি ক্যাপিটালের (বাজারে ছাড়া এবং কারও হাতে থাকা শেয়ার) ১০% পর্যন্ত বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি কিনতে পারে। তার বেশি কেনা হলে ওই পুঁজি এফডিআই বলে বিবেচিত হয়। এফপিআই-এর লগ্নি ১০% ছাড়ালে হয় বাড়তি অংশীদারি বিক্রি করতে হয় নয়তো তাকে এফডিআইয়ে বদলে ফেলতে হয়।
শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এফপিআই থেকে এফডিআই-এ পুঁজি বদলের জন্য যে সংস্থায় লগ্নি করা হচ্ছে, তাদের ও কেন্দ্রের সায় নিতে হবে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিকে। নির্দিষ্ট সময়ে আইন মেনে পুরো লগ্নির কথা জানাতে হবে। পরে কাস্টোডিয়ানের (বিদেশি
লগ্নিকারীদের লেনদেন চালানোর অন্যতম সহযোগী আর্থিক প্রতিষ্ঠান) কাছে বদলের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে যে সব ক্ষেত্রে এফডিআই-এর অনুমতি নেই, তাতে বদল হবে না।