Bankruptcy

পিছিয়ে আসার আর পথ নেই

একটি মামলার প্রেক্ষিতে আপিল আদালতের বেঞ্চ বলে, দেউলিয়া সমস্যার সমাধানের প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা অত্যন্ত জরুরি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০৫:৫০
Share:

প্রতীকী ছবি।

দেউলিয়া সংস্থা হাতে নিতে জমা দেওয়া পরিকল্পনা পাওনাদারদের কমিটি অনুমোদন করলে, তা কার্যকর করতেই হবে। কোনও কারণ দেখিয়ে তা বাস্তবায়িত করা থেকে পিছিয়ে আসতে পারবে না অধিগ্রহণের প্রস্তাব দেওয়া সংস্থা, যারা ওই পরিকল্পনা জমা দিয়েছিল। শুক্রবার এই নির্দেশ দিল দেউলিয়া আপিল আদালত (এনসিএলএটি)।

Advertisement

একটি মামলার প্রেক্ষিতে আপিল আদালতের বেঞ্চ বলে, দেউলিয়া সমস্যার সমাধানের প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা অত্যন্ত জরুরি। সে ক্ষেত্রে সমাধানের পরিকল্পনা অনুমোদনের পরে তা ফিরিয়ে নেওয়া হলে, পুরো প্রক্রিয়াটিই বিফল হবে। সে ক্ষেত্রে দেউলিয়া সংস্থাটিকে গুটিয়ে নেওয়া ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। আপিল আদালতের বক্তব্য, তা ছাড়া দেউলিয়া বিধিতে এ কথা কোথাও বলা নেই যে, কোনও সংস্থার জমা দেওয়া পরিকল্পনা পাওনাদারদের কমিটির সায় পাওয়ার পরে সেটি কার্যকর করার দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থা ইচ্ছা করলে অস্বীকার করতে পারে।

উল্লেখ্য, দেউলিয়া হয়ে যাওয়া অ্যাস্টনফিল্ড সোলার হাতে নিতে পরিকল্পনা জমা দিয়েছিল দিল্লির কুন্দন কেয়ার প্রোডাক্টস। ঋণদাতাদের কমিটি তাতে সায়ও দেয়। অথচ তার পর কুন্দন জানায়, সংস্থা কিনতে পারবে না তারা। কারণ, পুরো প্রক্রিয়া শেষ করতে বেশি সময় লাগায় এই অধিগ্রহণ তাদের কাছে বাণিজ্যিক ভাবে আর লাভজনক নয়। এই সংক্রান্ত মামলাতেই কুন্দনের ওই আবেদন খারিজ করেছে দেউলিয়া আপিল আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement