Narendra Modi

ফের সাফল্যের খতিয়ান প্রধানমন্ত্রীর

অনলাইনে দক্ষিণ ভারতের পাইপলাইন পরিকাঠামোর উদ্বোধনে মোদীর দাবি, ভারতে জাতীয় সড়ক, মেট্রো, বিমান, জল পরিবহণের মতোই ডিজিটাল ও গ্যাসের সংযোগ ক্ষেত্রে একসঙ্গে আগে কখনও এত কাজ হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ০৮:০৮
Share:

ফাইল চিত্র।

প্রকল্প রূপায়ণের গতি ও বহর নিয়ে পূর্বতন ইউপিএ সরকারকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি করলেন, ২০১৪ সালের পর থেকে সরকারি কাজ এগিয়েছে আগের দু’তিন দশকের থেকে অনেক বেশি। হিসেব দিলেন, ২০১৩ পর্যন্ত যেখানে রান্নার গ্যাসের গ্রাহক ছিলেন ১৪ কোটি, সেখানে উজ্জ্বলা যোজনায় গত ছ’বছরে ওই সংখ্যা বহু পেছনে ছেড়ে এসেছেন। আর এই সব কিছুই এল মঙ্গলবার গেল-এর কোচি-ম্যাঙ্গালুরু প্রাকৃতিক গ্যাস সরবরাহের ৪৫০ কিলোমিটার পাইপলাইন উদ্বোধনে। যাকে দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেছেন মোদী। প্রতিশ্রুতি দিয়েছেন, ২০৩০-এর মধ্যে দেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ৬% থেকে বেড়ে হবে ১৫%।

Advertisement

এ দিনই টেলিকম শিল্প বলেছে, মোদীর লক্ষ্য মেনে প্রতিটি গ্রামে দ্রুত গতির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছতে অপটিক্যাল ফাইবার পাতার কাজ চার গুণ বাড়াতে হবে। তার পরেই সংশ্লিষ্ট মহল ফের কথায়-কাজে ফারাকের অভিযোগ তুলছে। এর আগে যে অভিযোগ বার বার উঠেছে বছরে দু’কোটি কর্মসংস্থান বা ২০২৫ সালের মধ্যে ভারতকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি করার প্রতিশ্রুতি নিয়ে।

তবে অনলাইনে দক্ষিণ ভারতের পাইপলাইন পরিকাঠামোর উদ্বোধনে মোদীর দাবি, ভারতে জাতীয় সড়ক, মেট্রো, বিমান, জল পরিবহণের মতোই ডিজিটাল ও গ্যাসের সংযোগ ক্ষেত্রে একসঙ্গে আগে কখনও এত কাজ হয়নি। ১৯৮৭ সালে প্রথম পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস প্রকল্প শুরুর পরে ২০১৪ সাল পর্যন্ত তৈরি হয়েছিল ১৫ হাজার কিমি। গত ছ’বছরে হয়েছে ১৬ হাজারেরও বেশি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement