ফাইল চিত্র।
ফেসবুক, সিলভার লেকের পরে ভিস্তা।
তিন সপ্তাহেরও কম সময়ে জিয়ো প্ল্যাটফর্মের মোট ১৩.৪৬% শেয়ার বেচে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় (আরআইএল) ঘরে তুলল ৬০ হাজার কোটি টাকারও বেশি। আর ১১,৩৬৭ কোটি ঢেলে জিয়ো প্ল্যাটফর্মে আপাতত তৃতীয় বৃহত্তম অংশীদার হল মার্কিন প্রযুক্তি তথা প্রাইভেট ইকুইটি সংস্থা ভিস্তা।
দুনিয়া যখন ঘরবন্দি, ঋণের বোঝা কমাতে ছুটছেন মুকেশ। যার অঙ্ক প্রায় ১.৬১ লক্ষ কোটি। জিয়োর মোট ২০% অংশীদারি বিক্রির বার্তা দিয়েছেন আগেই। সংশ্লিষ্ট মহলের ইঙ্গিত, করোনার ধাক্কায় তেলের ব্যবসা চোট খাওয়ায় আরও মরিয়া তিনি। বিশেষত বিশ্ব বাজারে তেলের চাহিদা ও দরে ধসের ফলে সৌদি অ্যারামকোকে রিলায়্যান্সের তেল ব্যবসার অংশীদারি বিক্রির প্রক্রিয়াতেও যেহেতু প্রশ্নচিহ্ন ঝুলেছে। অর্থ জোগাড়ে রাইটস ইসুর পথেও হাঁটছে সংস্থা।
এক ঝলকে
• জিয়ো প্ল্যাটফর্মের ২.৩২% হাতে নিচ্ছে মার্কিন প্রাইভেট ইকুইটি সংস্থা ভিস্তা ইকুইটি পার্টনার্স। ঢালবে ১১,৩৬৭ কোটি টাকা।
• ২২ এপ্রিল ৪৩,৫৭৪ কোটি টাকায় ৯.৯৯% কিনেছে ফেসবুক।
• গত সোমবার ৫৬৫৫.৭৫ কোটি ঢেলে ১.১৫% অংশীদারি কেনার কথা জানিয়েছে মার্কিন প্রযুক্তি সংস্থা সিলভার লেক।
• এ নিয়ে তিনটি মার্কিন সংস্থা জিয়ো প্ল্যাটফর্মে মোট ৬০,৫৯৬.৩৭ কোটি টাকা লগ্নির কথা জানাল। হাতে নিচ্ছে ১৩.৪৬%।
• মার্চ পর্যন্ত জিয়োর মূল সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের ঋণ ১.৬১ লক্ষ কোটি। তা কমাতে জিয়ো প্ল্যাটফর্মের ২০% পর্যন্ত বেচার ইঙ্গিত দিয়েছেন মুকেশ অম্বানী।
অন্য টেলিকম সংস্থাগুলির মতো প্রথাগত পরিষেবার বৃত্তে যে জিয়োকে আটকে রাখবেন না, বারবারই তা স্পষ্ট করেছেন মুকেশ। সংশ্লিষ্ট মহলের মতে, জিয়ো প্ল্যাটফর্মের অংশীদারি বিক্রির পদক্ষেপেও রয়েছে সেই ইঙ্গিত। যেখানে টেলি ও ডিজিটাল প্রযুক্তিতে খুচরো ব্যবসার বাজার ধরতে সঙ্গী হয়েছেন ফেসবুকের। উন্নত দুনিয়ার ডিজিটাল প্রযুক্তিতে পাশে পেতে জিয়ো-তে ঠাঁই দিয়েছেন সিলভার লেককে। আর এ বার ভারতে ডিজিটাল পরিষেবা বাড়াতে জোট বাঁধলেন ভিস্তার সঙ্গে।